বন্ধু বৈভব সূ🥀র্যবংশী ইতিমধ্যেই নজর কেড়েছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শনিবার (১৯ এপ্রিল) আইপিএলের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে অভিষেক হয়েছিল রাজস্থান রয়্যালসের বৈভবের। ১৪ বছরের বৈভব প্রথম ম্যাচেই নজর কেড়েছেন। আর ঠিক তাঁর এক দিন পর এবার তাঁর বন্ধু আয়ুষ মাত্রেরও চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক হল ♔মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। প্রথম ম্যাচে কিন্তু আয়ুষও নজর কাড়েন।
অভিষেকেই নজর কাড়লেন আয়ুষ
রবিবার (২০ এপ্রিল)মুম্বইয়ের ওয়াংখেড়ে স🍎্টেডিয়ামে দু'টি দলের জন্যই জয় গুরুত্বপূর্ণ ছিল। এমন পরিস্থিতিতে, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি প্লেয়িং এগারোতে ১৭ বছর বয়সী আয়ুষকে সুযোগ দেন। সম্প্রতি রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত হিসেবে দলে ঢুকেছেন আয়ুষ মাত্রে, যিনি অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে বৈভব সূর্যবংশীর সতীর্থ এবং বন্ধু।
টস হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ওপেন করতে নেমে রাচিন রবীন্দ্র (৯ বলে ৫) এদিন ফের ফ্লপ হন। তিনি আউট হতেই তিনে নামেন আয়ুষ। ক্রিজে এসে নিজের খেলা প্রথম ব🐻লে এক রান নিলেও, পরের তিন বলে হাঁকান ৪-৬-৬। ৪ বলেই তিনি করে ফেলেছিলেন ১৭ রান। শেষমেশ ২টি ছক্কা, ৪টি চারের হাত ধরে ১৫ বলে ৩২ করেন আয়ুষ। দীপক চাহারের বলে তিনি ক্যাচ🐓 আউট হন। তবে অভিষেকে তাঁর এই সংক্ষিপ্ত ইনিংসটিই সিএসকে-র জন্য অক্সিজেন হয়। এটি সিএসকে-র এদিনের ইনিংসের তৃতীয় সর্বোচ্চ রান।
রেকর্ড বৈভবের বন্ধুর
আয়ুষ চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও হয়েছেন। তিনি ১৭ বছর ২৭৮ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন। তিনি ভেঙে দিয়েছেন অভিনব মুকুন্দের নজির। ২০০৮ সালে অভিনব মুকুন্দের ১৮ বছর ১৩৯ দিন বয়সে সিএসকে-𒅌র হয়ে অভিষেক হয়েছিল। সেই রেকর্ড এদিন ভেঙে দেন বৈভবের বন্ধু।
এমআইয়ের বিপক্ষে দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলেন মাত্রে। পাশাপাশি তিনি সিএসকে-র হয়ে বাউন্ডারি হাঁকানো প্রথম টিনএজ প্লেয়ার হয়ে উঠেছেন। ২০২৪ মরশুমে সমীর রিজি (২০ বছর, ১১১ দিন) বাউন্ডারি মারার ইতিহাসে সিএসকে-র সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে উঠেছিলেন। সেই ⛦রেকর্ডও ভেঙে দিয়েছেন আয়ুষ।
স👍ামগ্রিক ভাবে, মাত্রে আইপিএলের ইতিহাসের পঞ্চম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছে। তিন꧂ি বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, সরফরাজ খান এবং অভিষেক শর্মার পরে এই তালিকায় জায়গা পেয়েছেন।
আয়ুষ মাত্রে কে?
আয়ুষ মাত্রে মুম্বইয়ের বাসিন্দা। মাত্র ৬ বছর বয়স থেকেই তিনি ক্রিকেট খেলা শুরু করেন। তিনি෴ এখনও পর্যন্ত ৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি দু'টি সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান রয়েছে। একই সঙ্গে, তিনি ৭টি লিস্ট এ ম্যাচে ৬৫ গড়ে ৪৫৮ রান করেছেন। কিছু দিন ধরেই তিনি ঘরোয়া ক্রিকেটে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন তিনি আইপিএলে নিজের ছাপ ফেলতে প্রস্তুত। মাত্রে ডানহাতে ব্যাট করেন এবং ডানহাতে অফব্রেক বল করেন।
চেন্নাই সুপার কিংসের একাদশ: শেখ রশিদ, রাচিন রবীন্দ্র, আয়ুষ মাত্রে, রবীন্দ্র জাদ🤡েজা, শিবম দুবে, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), নুর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইল জ্যা♐কস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক🐟), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরাহ, অশ্বিনী কুমার।