প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকেই কড়া নিরাপত্তায় ছেয়ে গিয়েছিল সলমন খানের বাড়ি গ্যালাক্সি। নিরাপত্তার চাদরে নিজেকে মুড়িয়ে সিনেমার শ্যুটিং থেকে প্রচার, সবই করেছিলেন ভাইজান। তবে শুধু সলমন নন, ভাইজানের বাবা সেলিম খানও একাধিকবার পেয়েছিলেন খুনের হুমকি। এবার ওই একই রকম হুমক🐎ি পেলেন অন্য এক অভিনেতা।
আন🐭্ডারওয়ার্ল্ডের তরফ থেকে হুমকি বার্তা পাওয়ার ঘটনা নতুন নয়। শাহরুখ থেকে সলমন, এই তালিকায় রয়েছে একাধিক তারকার নাম। এবার তালিকায় যোগ🦩 হল অন্য এক অভিনেতার নাম। বড় পর্দা নয়, এবার এই তালিকায় যোগ হল টেলি জগতের জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লার নাম।
আরও পড়ুন: 'অপরিণত সম🧸াজে আমরা...', ফুলে বিতর্কে অবশেষে মুখ খুললেন পরি🦹চালক অনন্ত মহাদেবন
আরও পড়ুন: কাকু-কাকি🅺মার সঙ্গে ইস্টার উদযাꦆপন মালতীর, ছবি শেয়ার করে কী লিখলেন প্রিয়াঙ্কা?
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে অভিনব জানিয়েছেন, অঙ্কুশ গুপ্ত নামের এক ব্যক্তি সমাজমাধ্যমে তাঁকে হুমকি দিয়েছেন। ওই ব্যক্তি লিখেছেন, আমি লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক। তোমার বাড়ির ঠিকান🌊া আমাদের কাছে আছে। আসব কি? সলমনের বাড়িতে যেমন গুলি করেছিলাম, তোমার বাড়িতেও তেমনি গুলি চালাবো।
হুমকি বার্তা শেয়ার করে অভিনেতা লেখেন, ‘আমার পরিবারকে খুনের হুমকির বার্তা দেওয়া হচ্ছে। মনে হচ্ছে ওই ব্যক্তꦉি ♋চন্ডিগড় অথবা মোহালির বাসিন্দা। এই ব্যক্তিকে যদি কেউ চিনে থাকেন, তাহলে পদক্ষেপ নিন।’
আরও পড়ুন: 'রাত জেগে সৃজিতের...', ‘সত্যি বলে সত্🐽যি কিছু নেই’ দেখে কী লিখলেন তসলিমার?
আরও পড়ুন: ‘কꦇিং’ সিনেমায় নতুন চমক! শাহরুখের সঙ্গে জুটཧি বাঁধছেন আরশাদ?
তবে জানা গেছে, শুধু অভিনব নন, অভি✨নেতার স্ত্রী রুবিন𝐆াকেও হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিদাতা নিজেকে ‘বিগ বস’ খ্যাত আসিম রিয়াজের অনুরাগী বলে দাবি করেছেন। কিন্তু কেন? হঠাৎ অন্য এক অভিনেতার অনুরাগী এমন হুমকি বার্তা কেন দিলেন?
শোনা গেছে, কিছুদিন আগেই ‘ব্যাটেলগ্রাউন্ড’ নামে একটি রিয🌠়ালিটি শোয়ে রুবিনার সঙ্গে অশোভন ব্যবহার করেছিলেন রিয়াজ। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন রুবিনা এবং অভিনব দুজনেই। এই ঘটনার জেরে অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হয় আসিমকে। এরপর থেকেই অভিনব এবং তাঁর গোটা পরিবার হুমকি বার্তা পেতে থাকেন।