ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে এবছর রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই বরোদার কাছে হারতে হয় মুম্বইকে। তবে সেই হারের ধাক্কা সামলে উঠতে বেশি সময় লাগেনি রঞ্জি ট্রফির ইতিহাসের সব থ﷽েকে সফল দলের। মহারাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সরাসরি জয়ে ৬ পয়েন্ট তুলে নেয় মুম্বই। ত্রিপুরার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ড্র করেন রাহানেরা। তবে ফার্স্ট ইনিংস লিডের সুবাদে ৩ পয়েন্ট ঘরে তোলে মুম্বই।
চতুর্থ ম্যাচে ওড়িশাকে ইনিংসে হারিয়ে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করে নেন অꦕজিঙ্কা রাহানেরা। এবার অ্যাওয়ে ম্যাচে সার্ভিসেসকে হারিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে নেয় মুম্বই। ৫ ম্যাচে ৩টি জয়-সহ সাকুল্যে ২২ পয়েন্ট সংগ্রহ করে তারা।
সার্ভিসেসের প্রথম ইনিংস
দিল্লির পালাম-এ গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সার্ভিসেস। তারা ২৪০ রান তুলে প্রথম ইনিংসে অল-আউট হয়। শুভম রোহিল্লা ৫৬ ও মোহিত আলাওয়াত ৭৬ রান করেন। ক্যাপ্টেন রজত পালিওয়াল ৩১ রানের যোগদান রাখেন। মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে ৪৬ রানে ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর। ꦯ২টি করে উইকেট দখল করেন মোহিত আবস্তি ও শামস মুলানি।
মুম্বইয়ের প্রথম ইনিংস
পালটা ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে তোলে ২৮৮ রান।🎐 অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ৪৮ রানের লিড পেয়ে যায় মুম্বই। ওপেনার আয়ুষ মাত্রে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রঞ্জির ৫ ম্যাচে ১৭ বছরের আয়ুষের এটি দ্বিতীয় শতরান। এছাড়া তিনি ১টি হাফ-সেঞ্চুরিও করেন। এই ম্যাচের পরেই চেন্নাই সুপার কিংসের ট্রায়ালে উড়ে যাওয়ার কথা আয়ুষের।
এছাড়া মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে ৪♛৭ রান করেন শ্রেয়স আইয়ার। শার্দুল ঠাকুর করেন ১🧸৮ রান। ক্যাপ্টেন রাহানে ১৯ রান করে মাঠ ছাড়েন। সার্ভিসেসের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন নীতীন যাদব ও পুলকিত নারাং।
সার্ভিসেসের দ্বিতীয় ইনিংস
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সার্ভিসেস ১৮২ রানে অ൲ল-আউট হয়ে যায়। অর্জুন শর্মা ৩৯, পুলকিত নারাং ৩৫ ও মোহিত আলাওয়াত ৩১ রান করেন। মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪♈৮ রানে ৪টি উইকেট নেন মোহিত আবস্তি। ৩৯ রানে ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর। অর্থাৎ, শার্দুল দুই ইনিংস মিলিয়ে মোট ৭টি উইকেট দখল করেন।