খারাপ সময়ে একেবারেই যাচ্ছে না পাকিস্তান দলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থতার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও তারা হার দিয়ে যাত্রা শুরু করল। একেবারে দাপটের সঙ্গে ব্যাটিং করতে দেখা গেল কিউয়ি বাহিনীদের। বোলিংও হয়েছে বেশ ভালো। ৪৬ রানে ম্যাচ পকেটে তুলেছে তারা। তবে এদিন অবশেষে ছন্দের সঙ্গে ব্যাটিং করতে দেখা গেল পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে। দ্রুত গতিতে এবং দলের হয়ে একমাত্র অর্ধশতরান করেন তিনি। একদিকে যখন পাকিস্তানের বাকি ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেনি, অন্যদিকে বাবর দাঁড়িয়ে ছিলেন দেওয়ালের মতো। তবে আজ তিনি গড়লেন একটি বিশেষ রেকর্ড। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকদের তালিকায়, প্রাক্তন কিউই তারকা মার্টিন গাপ্তিলকে টপকে তিনি চলে এলেন তৃতীয় স্থানে।শুক্রবার, অর্থাৎ ১২ জানুয়ারি অকল্যান্ডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করে পাহাড় সমান রান তোলে নিউজিল্যান্ড। তারা পার করে ২০০ রানের গন্ডি। অন্যদিকে, রান তাড়া করতে নেমে লড়াই দেওয়া সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। তবে এদিন বিশেষ চমক ছিলেন বাবর আজম। ব্যাট হাতে তিনি দলকে উপহার দিলেন একটি দুর্দান্ত ইনিংস। ৫৭ রানের একটি সাজানো-গোছানো ইনিংস খেলেন তিনি, যার মধ্যে রয়েছে ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। এই ইনিংসের সঙ্গে তিনি গড়লেন একটি রেকর্ডও।টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান করা ক্রিকেটারদের তালিকায় তিনি চলে গেলেন তৃতীয় স্থানে। এই মুহূর্তে তাঁর মোট রান ৩৫৩৮। এর আগে তৃতীয় স্থানে ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল। তাঁর মোট রান ৩৫৩১। ৪০০৮ রান নিয়ে তালিকায় শীর্ষস্থানে রয়েছেন বিরাট কোহলি। অনেকেই মনে করছেন দীর্ঘদিনের পরিশ্রম হয়েছে সফল। অর্থাৎ অধিকাংশ ক্রিকেটপ্রেমীদের বক্তব্য ধীরে ধীরে ফর্মে ফিরছেন বাবর। যদিও আবার অনেকে মনে করছেন সিরিজ শেষ হলে বোঝা যাবে বাবর আদৌ ফর্মে ফিরেছেন কিনা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর মোট রান ৩৮৫৩।উল্লেখ্য, এদিন টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৬১ রান করেন মিচেল। এছাড়া ৫৭ রানের ইনিংস আসে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও আব্বাস আফ্রিদি এবং দুটি উইকেট পান হ্যারিস রউফ। জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারের মধ্যে ১৮০ রানে সবকটি উইকেট হারায় পাকিস্তান। সর্বোচ্চ ৫৭ রান করেন বাবার আজম। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান টিম সাউদি। এছাড়া দুটি করে উইকেট তোলেন অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স এবং একটি উইকেট পান সোধি। ম্যাচের সেরা হন ডারিল মিচেল।