ধন্বন্তরি রূপে শাহিন আফ্রিদির সা🍷মনে দাঁড়ালেন বাবর আজম! পাকিস্তানের পেস বোলারকে বড় বিপদ থেকে রক্ষা করলেন তাঁর প্রাক্তন অধিনায়ক। ঘটনাটি ঘটেছে ১০ নভেম্বর রবিবার পার্থে। এই সময়ে অস্ট্রেলিয়ার এই সময়ে পাকিস♏্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির হাতে আচমকাই একটা বল লাগে। তখনই যন্ত্রনায় কাতড়াতে থাকেন শাহিন। মাঠে ডাক্তার আসার আগেই সতীর্থের পাশে দৌড়ে যান বাবর।
কী ঘটে ছিল?
এরপরে যা হল সেটা দেখে গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে। আসলে শাহিনের জন্য মাঠে বাবর আজম ধন্বন্তরি💜 রূপে সামনে এসেছিলেন। শাহিনকে দ্রুত অর্থাৎ চোখের পলক পড়ার আগেই সু🤡স্থ করে তোলেন বাবর আজম। ম্যাচের সেই মুহূর্তের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ম্যাচ চলাকালীন আফ্রিদির হাতের বুড়ো আঙুলে বলটি আঘাত করে এবং তাকে সেই সময়ে যন্ত্রনা পেতে দেখা যায়। এই ঘটনাটি ঘটে ২৬তম ওভারের তৃতীဣয় বলে যখন অ্যাডাম জাম্পা এবং শন অ্যাবট ক্রিজে ছিলেন।
অ্যাবট একটি রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে ডিপ থেকে একটি থ্রো টার্ফ থেকে একটি বিশ্রী বাউন্স নিয়ে শাহিনকে সোজা তার বাম বুড়ো আঙুলে আঘাত করে। পেসার দ্রুত তার বসে পড়েন এবং মেডিক্যাল টিম ডাকতে থাকে। তবে ফিজিওরা মাঠে আসার আগেই বাবর আজম তার সতীর্থকে য🌜ন্ত্রনা থেকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং শাহিনের বুড়ো আঙুল মালিশ করতে দেখা যায়। ধারাভাষ্যকাররাও তারকা ব্যাটসম্যানের সদয় অঙ্গভঙ্গির কথা স্বীকার করেছেন।
আপনি নীচে সম্পূর্ণ ভিডিয়োটি দেখতে পারেন:
এরপরে ফিজিওরা মাঠে নামেনও শাহিনকে পরীক্ষা করে দেখেন। তবে শাহিন তত🐬ক্ষণে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার মাঠে বল করার জন্য তৈরি ছিলেন। এদিন শাহিন ৮.৫ ওভার বল করে ৩২ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। এই সময়ে তিনি একটি মেডেন ওভার বল করেন।
ম্যাচের ফল কী-
ম্যাচের কথা বললে, প্রথমে ব্যাট করতে নেমে ৩১.৫ওভারে ১৪০ রানে অলঐউট হয়ে যায় টিম অস্ট্রেলিয়া। এই সময়ে অজি দল🃏ের হয়ে সর্বাধিক ৩০ রানের ইনিংস খেলেন শট অ্যাবট। তিনটি করে উইকেট নেন নাসিম শাহ ও শাহিন আফ্রিদি। হ্যারিস রউফ দুটি উইকেট শিকার করেন। এর জবাবে ২৬.৫ ওভারেই লক্ষ্য অর্জন করে পাকিস্তান। সাইম আয়ুব ৫২ বলে ৪২ রান করেন ও বাবর আজম ও মহম্মদ রিজওয়ান অপরাজিত ইনিংস খেলেন। এর ফলে𒁏 আট উইকেটে ম্যাচটি জেতে পাকিস্তান। এরফলে সিরিজটি ২-১ জেতে পাকিস্তান।