টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের জেরে পাকিস্তান টিমকে এখনও তীব্র সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এর মাঝেই জানা গিয়েছে, মহম্মদ রিজওয়ানের নেতৃত্ব এবার খেলতে হবে বাবর আজমকে। টি২০ ক্যারিয়ারে বাবর আজম, মহম্মদ আমিররা অনেকের নেতৃত্বেই খেলেছেন। কিন্তু মহম্মদ রিজওয়ানের নেতৃত্🔜বে তাঁরা দু'জন কখনও-ই খেলেননি। বাবর, আমিরের ক্যারিয়ারে আগে যেটা ঘটেনি, এবার সেটাই ঘটতে চলেছে। কিন্তু কীভাবে?
রিজওয়ানের নেতৃত্বে খেলবেন বাবর, আমির
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে রিজওয়ানের নেতৃত্বে খেলবেন পাকিস্তানের দুই তারকা প্লেয়ার বাবর আজম এবং মহম্মদ আমির। সোমবারই রিজওয়ানকে অধিনায়ক করার কথা ঘোষণা করেছে গ্লোবাল টি-টোয়েন্টি দল ভ্যাঙ্কুবার নাইটস। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্যাঙ্কুবার নাইটস গ্লোবাল টি-টোয়েন্টির চতুর্থ মরশুমে অধিনায়🍸ক বেছে নিয়েছে স্যার মহম্মদ রিজওয়ানকে। অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং দারুণ উইকেটকিপিং দিয়ে তিনি আমাদের জয় এনে দিতে তৈরি। প্রস্তুত হও, নাই✤টস!’
আরও পড়ুন: পারিবারিক কা🧸রণে চাকরি ছাড়ছেন দ্রাবিড়, দু'জনের নাম শর্টলিস্ট করা হয়েছে- দাবি জয় শাহের
পাকিস্তানের সাত ক্রিকেটার খেলবেন গ্লোবাল টি২০-তে
গ্লোবাল টি-টোয়েন্টিতে এবার খেলছেন সাত জন পাকিস্তানের ক্রিক♛েটার। মহম্মদ রিজওয়ান, বাবর আজম ও মহম্মদ আমির ছাড়াও আছেন আসিফ আলি, ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ নাওয়াজ। এই সাত ক্রিকেটারের মধ্যে রিজওয়ানের নেতৃত্বে বাবর এবং আমির ছাড়া খেলবেন আসিফ আলি। টরন্টো ন্যাশনালসে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে খেলবেন আফ্রিদি এবং নাওয়াজ। আর ইফতিখার আহমেদ খেলবেন বাংলা টাইগার্সের বিপক্ষে।
আরও পড়ুন: T20 WC জিতেও স্বস্তি নেই, প্রবল ঘূর্ণিঝড়ের আশౠঙ্কা,বাবার্ডোজেই আটকে রোহিত𒐪রা
বাবরকে নেতৃত্ব থেকে ফের সরানো হতে পারে?
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও হয়তো অন্য কারও নেতৃত্বে খেলতে দেখা যেতে পারে পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবরকে। তাঁর নেতৃত্বে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অত্যন্ত ♑হতাশারা পারফরম্যান্স করেছেন। তারা আমেরিকার মতো প্রথম বার বিশ্বকাপে খেলা টিমের কাছে হেরে গিয়েছে। পাশাপাশি মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। এর পর থেকে অধিনায়ক বাবরের নেতৃত্ব নিয়েও তীব্র সমালোচনা চলছে। হয়তো বাবরকে ফের সর𝐆ানো হতে পারে। তবে এখনও সেরকম ইঙ্গিত কিছু পাওয়া যায়নি।
আরও পড়ুন: T20I থেকে সর🌟ে দাঁড়ানোর কথা ভাবিইনি, কিন্তু… অবসরের রহস্য উস্কে দিলেন রোহিত
আগেও নেতৃত্ব গিয়েছে তারকা ব্যাটারের
এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও বাবরের নেতৃত্বে খেলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। সেই বিশ্বকাপের পর বোর্ডের চাপে নেতৃত্ব ছাড়তে হয়েছিল বাবরকে। তাঁর জায়গায় টি-টোয়েন্টিতে আফ্রিদি ও টেস্টে শান মাসুদকে অধিনায়ক করা হয়েছিল। এর পর একটি টি২০ সিরিজে আফ্রিদির নেতৃত্বে খেলেন বাবর। পাকিস্তান সেই সিরিজ হ🔯ারার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফ্রিদিকে সরিয়ে আবার নেতৃত্ব ফেরানো হয় বাবরকে। এবার কী করতে চলেছে পিসিবি?