ঘরের মাঠে টি-২০ ব🅰িশ্বকাপ খেলার জন্য প্রস্তুত হচ্ছিলেন নিগার সুলতানারা। তবে দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য 🌳সেই সুযোগ হাতছাড়া হয় তাঁদের। মেয়েদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় শেষমেশ। পরিবর্তিত পরিস্থিতিতে এবছর মেয়েদের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবে আমিরশাহিতে।
বাংলাদেশ ঘরের মাঠে বরাবর স্পিন সহায়ক পরিবেশে খেলতে অভ্যস্ত। বলা বাহুল্য স্পিন বোলিংই তাঁদের অন্যতম শক্তি। বি🐷শ্বকাপ দেশের বাইরে চলে গেলেও উপমহাদেশের বাইরে যায়নি। তাই বিশ্বকাপে স্পিন আক্রমণে জোর দিয়েই বাজিমাত করতে চাইছে তারা।
বুধবার বাংলাদেশ আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করে। প্রত্যাশা মতোই ১৫ জনের স্কোয়াডের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ নিগার সুলতানা। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের স্পিন বিভাগ চোখ টানছে আ🅠লাদা করে।
নাহিদা, স্বর্ণা, রাবেয়া, সুলতানা ও ফহিমার স্পিন বিভাগের পাশাপাশি বাংলাদেশের পেস বিভাগ সামলাবেন মারুফা, জাহানারা, ঋতু, শোভনারা। বাংলাদেশ টি-২০ বিশ্বকাপের বি-গ্রুপে রয়েছে। গ্রুপ লিগে তাদের লড়াই ইংল🌱্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়ܫেস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিরুদ্ধে।
টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্ত🎶ান ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে লড়াই দিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ৫ অক্টোবর গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১০ অক্টোবর লিগে🤪র তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১২ অক্টোবর লিগের চতুর্থ তথা শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
তার আগে ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের🐽 মহিলা ক্রিকেট দলের রেকর্💛ড আহামরি কিছু নয়। ২০১৪ সালে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ই এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে তাদের সেরা সাফল্য।
টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা (ক্যাপ্টেন), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর🦂্ণা আক্তার, ঋতু মনি, শোভনা মস্তারি, র💧াবেয়া, সুলতানা খাতুন, ফহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।
বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
২৮ সেপ্টেম্বর: বনাম শ্রীলঙ্কা (দুবাই)।৩০ সেপ্টেম্বর: বনাম পাকিস্তান (দুবাই)।
বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ সূচি
৩ অক্টোবর: বনাম স্কটল্যান্ড (শারজা)।৫ অক্টোবর: বনাম ইংল্যান্ড (শারজা)।১০ অক্টোবর: বনাম ওয়েস্ট ইন্ডিজ (শারজা)।১২ অক্টোবর: বনাম দক্ষিণ আফ্রিকা (দুবাই)।