দুবাইয়ের পিচ পড়তে কি ভুল করেছিলেন? দলে একজন বাড়তি স্পিনার থাকলে ভারতকে কি আরও চাপে ফেলে দেওয়া যেত? দলের নির্বাচনে কি গলদ ছিল? তা মানতে রাজি হলেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভার🥂তের কাছে ছয় উইকেটে হেরে যাওয়ার পরে বাংলাদেশের অধিনায়ক দাবি করেন, প্রথম একাদশে বাড়তি কোনও স্পিনারের প্রয়োজন ছিল বলে মনে করেন না। বরং নয়া বলে যদি ভারতের উইকেট তুলে নেওয়া যেত, তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে 🦹পারত।
ভারতের ব্যাটিংয়ের সময় স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছিলেন!
নাজমুল সেই দাবি করলেও পরিসংখ্যান অন্য কথা বলছে। কারণ ভারতের ইনিংসের ১০ ওভারের পর থেকে ব্যাটিং করা ⛎আরও কঠিন হয়ে উঠেছিল। স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছিলেন। বল ঢিমেগতিতে আসছিল ব্যাটে🦩। টাইমিং করতে গিয়ে সমস্যা পড়ছিলেন ব্যাটাররা। প্রথম ইনিংসে কুলদীপ যাদবের বল যেখানে ৩.৫ ডিগ্রির মতো ঘুরেছিল, সেখানে রিশাদ হোসেনের বল ৪.৫ ডিগ্রির মতো ঘুরেছে।
আর বাংলাদেশের দুই স্পিনারও ওভারপিছু চার রানের কম খরচ করেছেন। ১০ ওভারে ৩৭ রান দেন মেহেদি হাসান মিরাজ। আর রিশাদ ১০ ওভারে ৩৮ রান দিয়ে দু'উইকেট নেন। পুরো স্পেলে মাত্র দুটি বাউন্ডারি হজম ক꧟রেন। তাঁর নবম ওভারে একটা ছক্কা মারেন কেএল রাহুল। আর দশম ওভারের শেষ তাঁর বলে চার মারেন শুভম💖ন গিল। নাহলে তো তাঁর পরিসংখ্যানটা আরও মারাত্মক হত।
বাংলাদেশের ২ পেসার বেশি রান খরচ করেন
অনেকের মতে, রিশাদ ও মেহেদির সঙ্গে আরও একজন স্পিনার থাকলে ভারতকে আরও চেপে ধরতে পারত বাংলাদেশ। কারণ দুই স্পিনারের পাশাপাশি যে তিন পেসারকে ব্যবহার করেন নাজমুল, তাঁদে🤡র মধ্যে তাসকিন আহমেদ ওভারপিছু চার রান খরচ করেছেন। মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান শাকিব ওভারপিছু ৬.৮ রানের বেশি খরচ করেছেন। মুস্তাফিজুর ৯ ওভারে ৬২ রান দেন। আর তানজি𒁏ম ৮.৩ ওভারে ৫৮ রান খরচ করেন। যে ইকোনমি রেটটা মাত্র ২২৮ রানের পুঁজি রক্ষা করতে নেমে অনেকটাই বেশি।
বাংলাদেশ আসলে হেরে গিয়েছে প্রথম ৮.৩ ওভারেই!
যদিও এটাও ঠিক যে বাংলাদেশের হারের মূল কারণটা স্পিনার কম খেলানো নয়। বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে ম্যাচের প্রথম ১০ ওভারেই। টসে জিতে෴ প্রথমে ব্যাট করতে নেমে ৮.৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৫ রান। সেইসময় জাকের আলির ক্যাচটা রোহিত শর্মা নিয়ে নিলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হত। তবে ক্যাচটা নিতে পারেননি রোহিত। সেই অবস্থায় শেষপর্যন্ত ২২৮ রান তোলে বাংলাদেশ। তৌহিদ হৃদয় করেন ১০🎃০ রান। ৬৮ রান করেন জাকের।
সেই বিষয়টি বাংলাদেশের অধিনায়কও জানিয়েছেন। ম্যাচের পরে শান্ত বলেন, 'আমার মতে, প্রথম পাওয়ার প্লে'তে আমরা যেভাবে ব্যাট করেছি, সেটা আমাদের বিপদ ডেকে এনেছে। ওখান থেকে ম্যাচে ফিরে আসা খুব কঠিন কাজ। তার♔পরও হৃদয় এবং জাকের যেভাবে ব্যাট করেছে, সেটা দুর্দান্ত। ফিল্ডিংয়ের সময় আমরা কয়েকটি ভুল করেছি। ক্যাচ ফস্কেছি আমরা। রান-আউটের সুযোগ হাতছাড়া করেছি।'