ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে একেবারে অগ্নিগর্ভ বাংলাদেশ। রবিবার কোটা আন্দোলন কার্যত শেখ হাসিনা হটাও অভিযানে পরিণত হয়। রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারী, বিএনপি, জামাত, পুলিশ এবং আওয়ামি লিগের মধ্যে দফায় দফায় স♉ংঘর্ষে মৃ🎃তের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা।
শুধু পদত্যাগ করাই নয়, হাসিনা দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন। হাসিনা পদত্যাগের পরই পড়শি দেশে সেন🍃াশাসন ফিরেছে। এদিকে সেনা প্রধানের তরফে, অন্তবর্তী সরকার গঠন করা হবে বলে জানানো হয়েছে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের হিংসা ত্যাগ করতে বলেছেন সেনা প্রধান।
এই পরিস্থিতিতে আদৌ কি মহিলাদের বিশ্বকাপের আয়োজন করা সম্ভব হবে বাংলাদেশে। ২০২৪ সালে ৩-২০ অক্টোবর আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। আয়োজক দেশের দায়িত্বে রয়েছে বাংলাদেশ। এদিকে সেই দেশে এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি। আর টুর্নামেন্ট শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি। বাংলাদেশে অস্থিরতা অব্যাহত থাকলে এই টুর্নামেন্টের জন্য কি বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হবে? সরানো হবে মেয়েদের বিশ্বকাপ? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বিষয়ে আপাতত কিছু জানায়নি, তবে বলেছে যে, তারা তাদের পরবর্তী🌌 পদক্ষেপের সিদ্🧸ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের উন্নয়ন ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করছে।
আরও পড়ুন: জানতাম হারলে ব্যাটিং অไর্ডার বদল নিয়ে প্রশ্ন উঠ🌳বে, ভরাডুবি হতেই অজুহাত রেডি অভিষেক নায়ারের
আইসিসির মুখপাত্র আইএএনএস-কে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপ༒ত্তা সংস্থা এবং আমাদের নিজস্ব নিরাপত্তা পরামর্শদাতাদের সঙ্গে মিলিত ভাবে বাংলাদেশের পরিস্থিতি ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের অগ্রাধিকার হল সমস্ত অংশগ্রহণকারীদের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করা।’
আরও পড়ুন: ম্যাচের পর হাত মেলানোর সময়ে বিতর💞্কিত ডিআরএস নিয়েই কি আলোচনা করলেন জয়সূর্য-কোহলি?- ভিডিয়ো
গত মাসে কলম্বোতে আইসিসির বার্ষিক সম্মেলনের সময়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে বাংলাদেশে অস্থিরতার বিষয়টি কয়েকটি সদস্য দেশ উত্থাপন করেছিল। তবে বিষয়টি চার দিনের 🎐সম্মেলনের আলোচ্যসূচিতে ছিল না এবং তাই এটি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও আলোচনা করা হয়নি। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে- ২০২৪ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৩টি ম্যাচ খেলা হওয়ার কথা রয়েছে। ১৮ দিন ধরে দশটি দল এই দু'টি ভেন্যুতেই ম্যাচগুলি খেলবে।