কানপুরে দ্বিতীয় ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে ভিলেন বৃষ্টি। এখনও পর্যন্ত ৩৫ ওভার খেলাই সম্ভব হয়েছে। ক্রিকেট খেলা না হলেও ঘটনার দিক থেকে মোটেও পিছিয়ে নেই এই টেস্ট। প্রথম দিনই শিরোনামে উঠে আসেন বাংলাদেশের সুপার ফ্যান রবি। তিনি অভিযোগ করেন স্টেডিয়ামের ভেতর তাঁকে মারধর করা হয়েছে। পরবর্তীতে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যান এবং পুরো মারধরের বিষয়টি অস্বীকার করেন। হাসপাতালে চিকিৎসকরা জানতে পারেন রবির ফুসফুসে ক্যানসার হয়েছে। রবিউল ইসলাম অর্থাৎ টাইগার রবি ইতিমধ্যেই ঢাকার উদ্দেশে পাড়ি দিয়েছেন। যদিও প্রথমে শোনꦏা যাচ্ছিল তাঁকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু পরবর্তীতে পুলিশের আ♛ধিকারিক স্পষ্ট করেন তাঁকে তাড়ানো হয়নি। ক্যানসার আক্রান্ত হওয়ায় শনিবার দিল্লি থেকে তিনি দেশে ফিরে গেছেন।
অ্যাডিশনাল পুলিশ কমিশনার হরিশ চন্দ্র বলেন, ‘রবির ফুসফুসে ক্যানসার রয়েছে। যেই কারণে তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল। তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ওঠা নাম করছিল। এরপরই ব্যাথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান’। তিনি জানান, রেজেন্সি হাসপাতালে রবির চিকিৎসা চলে। সাময়িকভাবে সুস্থ হয়ে উঠলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপরই ঢাক☂ার উদ্দেশে পাড়ি দেন তিনি। পুলিশ আধিকারিক বলেন, ‘তিনি ১২ দিনের মেডিক্যাল ভিসায় ভারতে এসেছিলেন। ২৯ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হয়ে ♓যেত। আমরা তাঁকে সবরকম প্রয়োজনীয় সাহায্য করেছি’।
১৮ সেপ্টেম্বর ঢাকা থেকে কলকাতায় আসেন রবি। এরপর সেখান থেকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ দেখতে চেন্নাইয়ে যান। তারপর সেখান থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য কানপুরে এসে উপস্থিত হন। এরপরই সেখানে বিতর্কে জড়ান সুপার ফ্যান রবি।&n♈bsp;অভিযোগ করেন ভারতের সমর্থকরা তাঁকে মারধর করেছে। রবিকে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশ সমর্থকদের দ্বারা তাঁর আক্রান্ত হওয়ার অভিযোগটি উড়িয়ে দেন। সিসিটিভি ফুটেজেও দেখা যায় স্টেডিয়ামে প্রবেশের আগে রাস্তায় বসে পড়েছিলেন রবি।
পুলিশ জানতে পারেন দ্বিতীয় টেস্ট শুরুর আ🅠গের দিন তিনি স্থানীয় হাসপাতলে গিয়েছিলেন পেটের সমস্যা নিয়ে। অন্যদিকে, তাঁরই দেশের এক সাংবাদিক রবিকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন। জানান, তিনি স্টেডিয়ামে বসে ভারতের পেসার মহম্মদ সিরাজের উদ্দেশ্যে গালাগাল দিচ্ছিলেন।🧸 শুধু কানপুরে নয়, এমনটা চেন্নাইয়েও করেছিলেন। এরপরই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। অনেকে তাঁকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার দাবিও করতে থাকেন।