কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে যত না খেলা হয়েছে তার চেয়ে বেশি ঘটনা ঘটেছে। শিরোনামে অবশ্যই বাংলাদেশের সুপারফ্যান রবির মার খাওয়ার ঘটনা, যিনি আবার নিজেকে টাইগার রবি বলে পরিচয় দিয়ে থাকে। শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রবি অভিযোগ করেন তাঁকে ভারতীয় সমর্থকরা নাকি মারধর করেছে। ঠ্যাঙানির চোটে এতটাই গুরুতর আঘাত পান দ্রুত পুলিশ প্রশাসন তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পুলিশের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। এবার প্রকাশ্যে এল তাঁকে নিয়ে আরও এক খবর, তিনি নাকি স্টেডিয়ামে বসে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজের উদ্দেশ্যে কটুক্তি করছিলেন। অভিযোগ রয়েছে চেন্নাইয়ে প্রথম টেস্টেও একই কাজ করেছিলেন তিনไি। মূলত বাংলায় কটুক্তি করায় সেখানকার তামিল ভাষার মানুষরা তা বুঝে উঠতে পারেননি। কিন্তু কানপুরে সেটি হয়নি, তাঁর কটুক্তি ধরা পড়ে যায় ভারতীয় সমর্থদের কাছে।
কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামের সি গ্যালারিতে বসেছিলেন রবি। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেশ কিছু বাংলাদেশি সাংবাদিক। তাঁদের মধ্যেই একজন রবির এই কীর্তি ফাঁস করেছেন। তিনি বলেন, ‘রবি নিজেকে নজরে আনতে প্রায়ই এরকম কাজ করে থাকেন’। সেই সাংবাদিক আরও জানান, রবি ভারতে এসেছেন মেডিক্যাল ভিসায়। শারীরিক চিকিৎসার জন্য ভাꦬরতে যাচ্ছেন বলে তিনি ভিসা নিয়েছেন। যদিও পুলিশের তরফেও জানানো হয় কানপুর টেস্টের আগে রবি স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন। মূলত ডিহাইড্রেশন এবং লুজ মোশন হচ্ছিল তাঁর। এবার তিনি শুক্রবার স্টেডিয়ামে কতটা সুস্থ শরীর নিয়ে উপস্থিত ছিলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। হয়তো পুরোপুরি সুস্থ না হওয়ায় এদিন স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়েন তিনি। যেটাকে হয়তো রবি মারধর বলে চালানোর চেষ্টা করছে।
পুলিশের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রবি হঠাৎ গ্যালারিতে পেটে হাত দিয়ে বসে পড়েন। তখন উপস্থিত পুলিশ কর্মীরা ছুটে যান এবং তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে বলা হয়েছে, ঘটনাটি নিয়ে তাঁরা আরও তদন্ত করছেন। যদি কোনও ভাবে প্রমাণিত হয় রবি মিথ্যা বলেছেন তাহলে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। বিসিসিআইয়ের তরফেও মারধরের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। রবি যেই স্ট্যান্ডে বসে ছিলেন সেটি মূলত ফাঁকাই ছিল। ওখানে ভারতের কোনও সমর্থক বসেননি। পুলিশ যদিও স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, তবে মনে করা হচ্ছে রবি সম্প𓄧ূর্ণটাই মিডিয়ার নজরে আসার জন্য করেছেন, আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।