꧑ শুক্রবারই বর্ডার গাভাসকর সিরিজের দল ঘোষণা করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। বহুকাঙ্খিত এই সিরিজের দিকেই সকলের নজর রয়েছে। তবে একই দিনে টিম ইন্ডিয়া প্রোটিয়া সফরের দল ঘোষণাও করে দিলেন নির্বাচকরা। বাংলাদেশ সিরিজের দল থেকে তিন ক্রিকেটারকে বাদ দেওয়া হল, আর দলে এলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার।
সূর্যকুমার যাদবের টি২০ রেকর্ড বজায় থাকবে?
🐻৮ নভেম্বর থেকে শুরু ভারত-দঃ আফ্রিকা টি২০ সিরিজ। ক্যাপ্টেন হিসেবে সিরিজ জয়ের ১০০ শতাংশ রেকর্ড রেখেই প্রোটিয়াদের ডেরায় যাচ্ছেন সূর্যকুমার যাদব। বর্ডার গাভাসকর ট্রফির দল ঘোষণার দিনই দঃ আফ্রিকা সফরের ভারতীয় দলও ঘোষণা করে দিল বিসিসিআই। দলে রাখা হয়নি তিন ক্রিকেটারকে, তিনজনই চোটের জন্য বাদ পড়েছেন। এর আগে শ্রীলঙ্কার মাটিতে টি২০ সিরিজ জয়ের পর ভারতের মাটিতে বাংলাদেশকে হারিয়েছিল সূর্যর নেতৃত্বে টিম ইন্ডিয়া।
💜আরও পড়ুন-সুর নরম করতেই ফিরেছেন ইন্ডিয়া 'এ'তে! ইশানের অস্ট্রেলিয়া যাওয়ার আগে স্নেহের চুম্বন মায়ের…
দলে এলেন দুই তরুণ ক্রিকেটার-
🐷দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মায়াঙ্ক যাদবকে। অলরাউন্ডার শিবম দুবেকেও এই স্কোয়াডে রাখা হয়নি, তাঁরও চোট রয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। আরেক অলরাউন্ডার রিয়ার পরাগকেও রাখা হয়নি দলে। তিনি বর্তমানে এনসিএতে দীর্ঘদিনের কাঁধের সমস্যা সাড়ানোর জন্য রিহ্যাবে রয়েছেন। তাই তাঁকেও দলে রাখা হয়নি। এদিকে নবাগত রমনদীপ সিং, বিজয়কুমার ভাইশাকদের সুযোগ দেওয়া হয়েছে।
একঝলকে দঃ আফ্রিকা সিরিজের ভারতীয় দল-
ꦗসূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক বর্মা, জিতেশ শর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষনৈ, আর্শদীপ সিং, বিজয়কুমার ভাইশাক, আবেশ খান এবং যশ দয়াল। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রমনদীপ সিং ঘরোয়া ক্রিকেট এবং এশিয়া কাপেও দুরন্ত পারফরমেন্স করার সুবাদে দলে সুযোগ পেয়েছেন।
🦹আরও পড়ুন-‘বিরাট ওভাবে আউট হবে, ভাবতেই পারিনি’! ৭ উইকেট নেওয়া স্যান্টনার অবাক বিরাটের শটে!
একঝলকে সিরিজের ক্রীড়াসূচি-
৮ তারিখ প্রথম টি২০ ম্যাচ কিংসমেডে
১০ তারিখ দ্বিতীয় টি২০ ম্যাচ সেন্ট জর্জ ওভালে
🥂 ১৩ তারিখ সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে সুপারস্পোর্টস পার্কে
🌼 ১৫ নভেম্বর সিরিজের চতুর্থ এবং শেষ টি২০ ম্যাচে ওয়ান্ডারার্সে