🎶 শুভব্রত মুখার্জি: অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে ভারতে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। যার সূচি প্রথমেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে ভারতের বিভিন্ন প্রান্তে নানা উৎসবের কথা মাথায় রেখে এই সূচিতে বেশ কিছু রদবদল করা হয়। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ সহ একাধিক ম্যাচের সূচিতে আসে বদল। জুনের ২৭ তারিখ যে সূচি ঘোষণা করা হয়েছিল, সেই সূচি থেকে ৯ টি ম্যাচের দিন পরিবর্তন করা হয়। ১৫ অক্টোবরের বদলে নয়া সূচিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে ১৪ অক্টোবর করার সিদ্ধান্ত হয়। এখন শোনা যাচ্ছে এই সূচিতেও আসতে পারে বদল। আর এমন আবহেই মুখ খুলেছেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। বিসিসিআইকে একহাত নিয়ে তিনি বলেছেন তাঁর সঙ্গে আগে আলোচনা করে পরামর্শ নিলে আজ এই দশা হত না।
♏ভারত বনাম পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তনের ফলে পাকিস্তানের আরও একটি ম্যাচের সূচি বদলেছে। ১২ অক্টোবর হওয়ার কথা ছিল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। তা বদল করে দেওয়া হয়েছে ১০ অক্টোবর। আবার ঠিক তার আগের দিন ৯ অক্টোবর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন করছে নেদারল্যান্ডস বনাম নিউজিল্যান্ড ম্যাচের। দুই ম্যাচের মাঝে একটা দিনের সময়ের ব্যবধান ও না থাকার ফলে লজিস্টিক এবং নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাজাম শেঠি। হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের তরফে ও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তাও এই সমস্যার কথা কার্যত মেনে নিয়েছেন।
🐟বিষয়টা নিয়ে পিটিভিকে এক সাক্ষাৎকারে নাজাম শেঠি মুখ খুলেছেন। পাশাপাশি তিনি টুইটারে লিখেছেন, ‘বিসিসিআইয়ের উচিত ছিল আমার পরামর্শ গ্রহণ করার। পিসিবির উচিত ছিল নিরপেক্ষ দেশে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলা। বারবার সূচির বদলে এই মুহূর্তে গভীর সমস্যার মধ্যে পড়েছে পাকিস্তান। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারছি না যে এই সূচি ফের বদল করা হবেই। তবে পরপর ম্যাচ খেলা একেবারেই আদর্শ পরিস্থিতি নয়। যদি ওরা (বিসিসিআই) সূচি পরিবর্তনের চিন্তা করে থাকে তাহলে খুব ভালো। আমাদেরকেও নিরাপত্তাপ্রদানকারী এজেন্সিগুলোর সঙ্গে কথা বলতে হবে। বিশ্বকাপের দুটি ম্যাচের মাঝে নিঃসন্দেহে একটা দিন বিশ্রাম প্রয়োজন। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। নিরাপত্তা এজেন্সিগুলোর সঙ্গেও কথা হচ্ছে। বিষয়টি সম্বন্ধে বিসিসিআইও জানে।’