ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস স্বীকার করে নিয়েছেন যে, ইংল্যান্ডের প্রথম ইনিংসে জো রুটের আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের রিভার্স স্কুপ মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে যশস্বী জয়সওয়ালের তালুবন্দি হন। যশস্বী ক্যাচটি অসাধারণ ধরেছিলেন। তৃতীয় দিনের শুরুতেই এই উইকেট পড়ার পরেই ম্যাচের রাশ ধীরে ধীরে আলগা হয়ে যায় ইংল্যান্ডের হাত🃏 থেকে। যে রাশ আর ব্রিটিশরা ধরতে পারেনি।
আসলে ভারতের প্রথম ইনিংসে করা ৪৪৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল, ২ উইকেটে ২০৭ রান। ১৩৩ রানের ঝোড়ো একটি ইনিংস খেলে অপরাজিত ছিলেন বেন ডাকেট। জো রুট অবশ্য ৯ রান করে ক্রিজে ছিল෴েন। তবে তৃতীয় দিনের শুরুতেই জসপ্রীত বুমরাহের বলে রুটের রিভার্স স্কুপ মারতে চাওয়ার প্রচেষ্টা বিফলে যায়। ১৮ রানে সাজঘরে ফেরেন রুট। ডাকেট-রুট জুটি সকাল স💙কাল ভেঙে যাওয়ায় চাপে পড়ে ইংল্যান্ড।
আরও পড়ুন: বাবার দেওয়া ‘খারাপ বউমা’ তকমা মুছে, স্ত্রীকে ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করে মান বাড়াল🧜েন জাদেজা
তবে ইংল্যান্ডের সবচেয়ে বড় এই পরাজয়ের জন্য জো রুটকে দায়ী করতে অস্বীকার রাজি নন বেন স্টোকস। তবে তি🃏নি বলেছেন, ‘ওই আউটটি (প্রথম ইনিংসে রুটের উইকেট) ম্যাচের একটি টার্নিং পয়েন্ট ছিল।’ ༺সঙ্গে তিনি যোগ করেছেন, ‘রুট প্রায় ১২ হাজার রান করে ফেলেছে। আমি বুঝতে পারি, এত ভালো একজন খেলোয়াড়ের বিপক্ষে এই সময়ে এই নিয়ে একটা হতাশা থাকবে। এই সফরে জসপ্রীত বুমরাহ ওকে অনেক বার আউট করেছে। তবে ওকে ক্রিজে সত্যিই ভালো লাগছিল, কিন্তু বুমরাহ আলাদা মাত্রায় বোলিং করেছে এবং হয়তো ও অন্য কিছু ভাবতে বাধ্য হয়েছে।’
আরও পড়ুন: পঞ্জাবকে নাস্তানাবুদ করে হারিয়ে ৭ বছর পর রঞ্জি ট্রফির কোয়ার্ট🍸ার ফাইনালে সাই কিশোরের তামিলনাড়ু
এই শট খেলার জন্য জো রুটকে প্রশ্ন করবেন না বলেও স্পষ্ট করে দিয়েছেন স্টোকস। তাঁর মতে, ‘আমি ♛প্রশ্ন করার জন্য এমন কেউ নই। যার ৩🐎০টি টেস্ট ম্যাচে সেঞ্চুরি রয়েছে, প্রায় ১২,০০০ রান রয়েছে, তাঁকে আমি প্রশ্ন করার কে? আমি মনে করি, ও জানে ও কী করছে!’
আক্রমণাত্মক খেলার ধরন কাজে না লাগায় অনেকেই ইংল্যান্ডের সমালোচনা শুরু করেছেন। সেই সব কথায় কান দিতে চাইছেন না স্টোকস। শুধু নিজেদের দলের কথা ভাবছেন তিনি। ব্রিটিশ অধিনায়ক দাবি করেছেন, ‘বাইরের কে কী বলল, সেটা ভাবছ🦩ি না। শুধু নিজেদের ক্রিকেটারদের কথা ভাবছি। এখনও সিরিজ শেষ হয়নি। আরও দু'টি টেস্ট আছে। দু'টিতেই জিততে হবে। সেই লক্ষ্যেই নিজেদের তৈরি করব।’