সম্ভবত IPL ২০২৫-এ খেলতে দেখা যাবে না বেন স্টোকসকে। আগামী বছর ইংল্যান্ডের বিরাট ক্রীড়া সূচির কারণে এই সিদ্ধান্ত নিতে পারেন তিনি। হয়তো এই মাসের শেষের দিকে আয়োজিত হতে চলা মেগা অকশনে বেন স্টোকসের নাম থাকবে না। এর আগের মেগা অকশনেও বেন স্টোকসকে দেখা যায়নি। শেষ ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে IPL খেলেছিলেন স্টোকস। এবার BCCI খেলোয়াড়দের নাম প্রত্যাহারের বিষয় নিয়ে কঠোর নিয়ম নিয়ে এসেছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রি💖কেট লিগ থেকে যদি কোনও ক্রিকেটার যথাযথ কারণ না দেখিয়ে নাম তুলে নেয় তাহলে তাকে আগামী ২ বছরের জন্য IPL থেকে ব্যান হতে হবে।
IPL ২০২৩-এ বেন স্টোকস চেন্নাইয়ের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন। এরপর চোটের কারণে সেই মরশুমে আর খেলতে দেখা যায়নি তাঁকে। নিজের ফিটনেসের ওপর কাজ করার জন্য IPL ২০২৪-ও খে🔯লা হয়ে ওঠেনি তাঁর। দ্য টেলিগ্রাফের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্টোকস নিজেকে সাদা বলের ক্রিকেটের জন্যও তৈরি করতে চাইছেন। তিনি ২০২২ টি-২০ বিশ্বকাপের মঞ্চে শেষবার দেশের হয়ে টি-২০ ক্রিকেট খেলেছিলেন। ওডিআই ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি ভারতে আয়োজিত ২০২৩ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আগে ব্র্যান্ডন ম্যাককালাম ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচ হতে চলেছেন। তাই বেন স্টোকসের তরফেও দেশের হয়ে আবার ওডিআই ক্রিকেট খেলার ইঙ্গিত পাওয়া গেছে। তবে স্টোকস IPL খেলবে কী খেলবে না, তা স্পষ্ট হয়ে যাবে আগামী কয়েকদিনে। রবিবার মেগা অকশনের জন্য ক্রিকেটারদের নাম রেজিস্ট্রেশনের শেষ দিন।🌟
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে নজরে রেখে ২০২৫ সালে স্টোকসদের সামনে একটি ব্যস্ত ক্রীড়াসূচি অপেক্ষা করছে। বিগত কয়েক বছরে ইংল্যান্ড বারবার WTC-এর ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। তাই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পি🌸য়নশিপের ফাইনালে ওঠা প্রধান লক্ষ্য স্টোকসদের। আগামী বছর ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে তাদের। তার আগে নিজেকে সম্পূর্ণ ফ🏅িট করে তুলতে চাইছেন স্টোকস। এখনও পর্যন্ত দেশের ১০৭টি টেস্ট ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে রান করেছেন ৬৫৬১, গড় ৩২.৫৭। বল হাতে নিয়েছেন ২০৩টি উইকেট, গড় ৩২.২১। অন্যদিকে ওডিআই ম্যাচ খেলেছেন ১১৪টি। রান করেছেন ৩৪৬৩, গড় ৪১.২২। উইকেট নিয়েছেন ৭৪টি, গড় ৪২.৩৯ এবং ইকোনমি রেট ৬.০৫। IPL-এ তিনি এখনও পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলেছেন, রান করেছেন ৯২০ এবং উইকেট নিয়েছেন ২৮টি।