হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। আগামী সপ্তাহ থেকে শুরু হবে ম্য🌺াচটি। তার আগে শনিবার বিষয়টি স্পষ্ট করলেন তিনি। অগাস্ট মাসে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলার সময়ই তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়ে যায়। তারপর থেকেই বিশ্রামে ছিলেন স্টোকস। কিন্তু এখনও তিনি সম্পূর্ণ রূপে সেরে উঠেতে পারেননি। এই চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলতে পারেননি বেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর জায়গায়💛 ইংল্যান্ড দলের অধিনায়ক হয়েছিলেন ওলি পোপ। তিনিই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন।
বেন স্টোকস বলেন, ‘আমি আমার তরফ থেকে সবরকম ভাবে চেষ্টা করেছি সেরে ওঠার জন্য। তবে ব্যর্থ হয়েছি। আমি ꦺএখনও খেলার জন্য নিজেকে তৈরি করে উঠতে পারিনি’। যদিও শুক্রবার এবং শনিবার ইংল্যান্ড দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় এই অলরাউন্ডারকে। বেশ কিছুক্ষন নেটে বোলিং করেন, তবে বেশি দূরত্ব না দৌড়েই বল করেন। পাশাপাশি ব্যাটিংও করেন তিনি। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি খেলবেন কিনা সেই বিষয়েও স্পষ্ট করে উত্তর দিতে পারেননি স্টোকস। তিনি বলেন, ‘আমি আমার সব রকম চেষ্টা করছি। মেডিক্যাল টিমের সঙ্গেও আলোচনা করছি। আমি আগামী ১০ দিন কঠোর পরিশ্রম করব যাতে দ্বিতীয় টেস্টের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি’।
উল্লেখ্য, গত মাসে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল বেন স্টোকস পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলার জন্য ‘অন ট্র্যাক’ আছেন। বেন স্টোকস বলেন, ‘আমি বর্তমানে রিহ্যাবের মধ্যে আছি। খেলতে না পারাটা সবসময় বিরক্তিকর’। স্টোকস চোটের কারণে ছিটকে যাওয়ার পর তাঁকে ছাড়াই প্রথম একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। বেন স্টোকসের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ব্রাইডন কার্স। পাকিস্তানের বিরুদ্ধে ৩ জন পেসার খেলাবে ইংল্যান্ড, খেলবেন -কার্স, গ্যাস আটকিনসন এবং ক্রিস ওকস। অন্যদিকে স্পিনার হিসেবে খেলবেন জ্যাক লিচ এবং সোয়েব বাশির। প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ, শেষ হবে ১১ অক্টোবর। ১৫ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ২৪♕ অক্টোবর থেকে, চলবে ২৮ অক্টোবর। পাকিস্তান🍌 তাদের ঘরের মাঠে ম্যাচগুলি খেলবে। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর এটা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই বাবরদের।