বর্তমানে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের শেষের দিকের ম্যাচগুলি খেলা হচ্ছে, সেই কারণেই অরেঞ্জ ক্যাপ ♚এবং পার্পল ক্যাপের প্রতিযোগিতা এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। বর্তমানে, অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট কো🎀হলি এবং রুতুরাজ গায়কোয়াড়ের মধ্যে প্রতিযোগিতাটি জমে উঠেছে। এদিকে পার্পল ক্যাপের রেসের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যাচ্ছে।
তবে এই সময়ে বেগুনি টুপির দৌড়ে জসপ্রীত বুমরাহ সবার থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। কিন্তু তাঁর এই উইকেট নেওয়ার রথও শীঘ্রই থেমে যাবে, কারণ 🀅তাঁর দলের প্লে অফে পৌঁছানোর সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে1 বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে ওঠার চান্স শতাংশেরও কম। মুম্বই ইন্ডিয়া💦ন্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর ট্র্যাভিস হেড শীর্ষ পাঁচে ফিরে এসেছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ভক্তদের ভিড়ে আটকে পড়লেন এনরিখ ক্লাসেন! হঠাৎ রেগে গেলেন SRH𒉰-এর তারকা ক্রিকেটার
আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপের ছবিটা কেমন-
আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ সম্পর্কে কথা বললে, বর্তমানে এক রানের লিড নিয়ে বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপের দৌড়ে সকলকে টপকে এক নম্বরে রয়েছেন। বিরাট কোহলি এই মরশুমে এখনও পর্যন্ত ১১ ম্যাচে ৫৪২ রান করেছেন। আর CSK অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১১ ম্যাচে করেছেন ৫৪১ রান। তিন নম্বরে রয়েছেন সুনীল নারিন। যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১১ ইনিংসে ﷺ৪৬১ রান করেছেন।
আরও পড়ুন… IPL 2024: T20 তে বড় রেকর্ড গড়লেন SA-র ফ্যাফ ডু প্লꦰেসি, ক্রিস গেইলকে পিছনে ফেললেন RCB-র ক্যাপ্টেন
সানরাইজার্স হায়দরাবাদের ট্র্যাভিস হেড করেছেন ১০ ম্যাচে করেছেন ৪৪৪ রান। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপಞের রেসে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। শীর্ষ পাঁচের শেষ নামটি হল কেএল রাহুলের। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক এই মুহূর্তে চলতি আইপিএল-এ ১১ ইনিংসে ৪৩১ রান করেছেন। এসবের মধ্যে ট্রাভিস হেডের স্ট্রাইক রেট সব থেকে ভালো। তবে সুনীল নারিনও নিজের ফর্ম দেখাচ্ছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: ৩৫ বছর বয়সেও এমন ফি💃ল্ডিং, নিখুত থ্রো! কোহলির রান আউট করা দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন
আইপিএল ২০২৪ পার্পেল ক্যাপের ছবিটা কেমন-
এবার 🐟আমরা যদি আইপিএল ২০২৪-এর পার্পল ক্যাপের কথা বলি, তাহলে জসপ্রীত বুমরাহ এই লিস্টের সবার থেকে এগিয়ে রয়েছেন। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। দুই নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের পেসার হার্ষাল প্যাটেল। ১১ ম্যাচে তিনি ১৭ উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন। তালিকায় তৃতীয় নাম কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তীর। চলতি মরশুমে ১১ ম্যাচে ১৬ উ🍃ইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন তিনি। চার নম্বরে রয়েছেন টি নটরাজন, যিনি মাত্র ৯ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন। পঞ্চম স্থানে আছেন পঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। পঞ্জাবের এই বোলার বর্তমানে ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন। চলতি মরশুমে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলে সবচেয়ে বেশি বোলিং করে তালিকার শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ।