মুম্𒆙বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে ঐতিহাসিক টেস্ট জয় ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল। ২৫ বছরের নজির ভেঙে বিরাট ব্যবধানে ইংল্যান্ড দলকে টেস্টে হারিয়েছে ভারতীয় দল। দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে হরমনপ্রীতদের পরবর্তী লক্ষ্য শক্তিশালী অস্ট্রেলিয়াকেও হারানো।
অজিদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে একটিমাত্র টেস্ট খেলছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রথম টেস্ট। আর সেই টেস্টে বোলাররা দাপট দেখিয়েছেন। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই তাদে🧸র ব্যাটিং অর্ডারকে নড়বড় করছিল। এর কৃতিত্ব নিঃসন্দেহে ভারতীয় বোলারদের। অজিরা ৭৪.৪ ওভার খেলে ২১৯ রান করে অলআউট হয়ে যায়। পূজা বস্ত্রকার একাই ৪ উইকেট নিয়েছেন। স্নেহ রানা নিয়েছেন ৩ উই🌞কেট। দু'উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। ভারতীয় বোলারদের এমন দাপটের আগেই অবশ্য বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন বোলিং কোচ ট্রয় কুলি।
ভারতীয় লেজেন্ড ঝুলন গোস্বামীর সঙ্গেও তুলনা হচ্ছে বর্তমান ভারতীয় পেসারদের। আর বিষয়টি নিয়ে বলতে গিয়ে কুলি বলেন, ‘শুরুতেই যে জিনিসটা নিয়ে বলতে হবে তা হল উচ্চতা। ঝুলন গোস্বামীর সঙ্গে এখানে একটা বিরাট ফারাক রয়েছে। পাশাপাশি ঝুলন একজন অনবদ্য বোলার ছিলেন। ওই শূন্যস্থান পূরণ করাটা সহজ নয়। ধীরে ধীরে পূর্ণ হবে ওই স্থান। যেভাবে 🌟আমাদের পেসাররা বোলিং করছে, বিভিন্ন নতুন জিনিস শিখেছে তাতে করে আমি খুব খুশি।’
আরও পড়ুন: এত টা♏কা দিয়ে মিচেল স্টার্ককে কেন দলে নিল KKR? যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন গম্ভীর
কুলির মতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ‘ওদের♌ (বোলারদের) হাতে নিয়ন্ত্রণ রয়েছে। ওরা জানে কখন, কোথায়, কী ভাবে নতুন অস্ত্রকে ব্যবহার করতে হয়। আমাদের যে পরিকল্পনা রয়েছে, তাতে সাহায্য করেছে ভারতীয় পেসারদের দুরন্ত পারফরম্যান্স । আমরা পরিকল্পনা করি অ্যাটাক বা ডিফেন্ড করা যায় প্রতিটা বলে। রেণুকা ঠাকুর সবে মাত্র চোট আঘাত সারিয়ে ফিরছে। নিজের স্কিল এবং ফিটনেসের উপর ও কঠোর পরিশ্রম করে। এখন সময় এসেছে✱, এই সব কঠোর পরিশ্রমের ফল উপভোগ করার। যেভাবে রেণুকা প্রতিটা বল করার আগে তার পিছনে পরিকল্পনা করে তা অনবদ্য।’ ৫৮ বছর বয়সী কুলি জানিয়েছেন পূজা বস্ত্রকারও তার রান আপের উন্নতি ঘটাতে অনুশীলন করছেন।প্রতিদিন উন্নতি ঘটছে তাঁরও। সেটার ফল টের পেয়েছে অজিরা।