গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চল🏅ছে ফ্লোরিডায়। তাই সেখানে টি-২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপের ৩টি𝐆 গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজিত হওয়ার কথা ফ্লোরিডায়। ভারত বনাম কানাডা ম্যাচকে না হয় হালকা চালে নেওয়া গেল, তবে আমেরিকা বনাম আয়ারল্যান্ড ও পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচ ২টির গুরুত্ব অপরিসীম। কেননা এই ২টি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এ-গ্রপের দ্বিতীয় দল হিসেবে কারা সুপার এইটে যাবে।
শুক্রবার ফ্লোরিডায় ম্যাচ ছিল আমেরিকা ও আয়ারল্যান্ডের। ম্যাচের সময় বৃষ্টি হয়নি। তবে ম্👍যাচের আগে বৃষ্টি হয় পর্যাপ্ত। পিচ ঢাকা থাকলেও আউটফিল্ড ছিল ভিজে। মূলত ভিজে আউটফিল্ডের জন্যই ফ্লোরিডায় আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
আম্পায়াররা দফায় দফায় মাঠ পরিদর্শন করেন। যদিও শেষমেশ ম্যাচ শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। একদিকে মাঠ খেলার উপযোগী করে তোলার জন্য কিছু মাঠকর্মীকে আক্লান্ত পরিশ্🐼রম করতে দে𓄧খা যায়। অন্যদিকে এমন একটি ছবি চোখে পড়ে, যা কিছু মাঠকর্মীর চূড়ান্ত অবিবেচনাকেই সামনে নিয়ে আসে।
ফ্লোরিডায় যখন আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামেন, ঠিক তখন আম্পায়ারদের পিছনে বোতল থেকে জল ঢেলে হাত ধুতে ✃দেখা যায় এক মাঠকর্মীকে। পিচের খুব কাছেই তাঁর হাতে জল ঢালছিলেন অন্য একজন। মাঠ শুকনো করে তোলাই যেখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেখানে জল ঢেলে মাঠ ভিজিয়ে তোলা চূড়ান্ত অপেশাদারিত্বের পরিচয় সন্দেহ নেই।
স্বাভাবিকভাবেই পাকিস্তানের সমর্থকরা বলতেই পারেন যে, বিশ্বকাপ থেকে তাঁদের দলকে ছিটকে দিতে꧒ এটি মাঠকর্মীদের চক্রান্ত ছিল। কেননা এই ম্য়াচের উপর নির্ভর করছিল পাকিস্তানের প্লে-অফে ওঠা না-ওঠা। এই ম্যাচে আয়ারল্যান্ডের কাছে আমেরিকা হারলে তবেই পাকিস্তান𒀰ের সামনে রাস্তা খোলা থাকত। আমেরিকা জিতলে বা ম্যাচ ভেস্তে গেলে পাকিস্তানের বিদায় নিশ্চিত।
শেষমেশ ভিজে আউটফিল্ড ও বৃষ্টির জন্য আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যায়। উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটের টিকিট নিশ্চিত করে আমেরিকা। এবারের মতো টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের। উল্লেখ্য, ভারত এ-গ্রুপ থেকে আগেই সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে। পাকিস♏্তানের পাশাপাশি এ-গ্রুপের আরও ২টি দল কানাডা ও আয়ারল্যান্ডের বিশ্বকাপ অভিযানও শেষ হচ্ছে গ্রুপ লিগেই।