শুভব্রত মুখার্জি :- ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সাম্প্রতিক সময়ে শেষ হয়ে গেল অন্যতম বর্ণময় একটি অধ্যায়। অবসর নিলেন বাঁহাতি পেসার বারিন্দর শ্রান। মাত্র ৩১ বছর বয়সে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি। বারিন্দর শ্রানের কেরিয়ার বেশ অ🌱দ্ভুত। প্রথমে তিনি বক্সার হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেন। সেখান থেকে দাঁড়িয়ে ২০০৯ সালে হঠাৎ করেই পরিবর্তন করেন। বক্সিং থেকে চলে আসেন ক্রিকেট খেলায়। চলে আসা শুধু নয়। তিনি রীতিমতো সাফল্যের সঙ্গে খেলেছেন। ভারতীয় দলের হয়েও খেলেছেন। আইপিএলেও খেলেছেন এই পেসার। সেই তিনিই হঠাৎ করেই দাঁড়ি টেনে দিলেন তাঁর ক্রিকেট কেরিয়ারে।
আরও পড়ুন… Durand Cup 2024 Final: বিশাল কাইথের𒆙 সাফল্যের রহস্য কী? টাইব্রেকারের আগে কে দেন বিশেষ টিপস?
২০১৬ সালে ভারতের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ভারতের হয়ে খেলেছেন ছয়টি ওয়ানডে ম্যাচ। খেলেছেন দুটি টি-২০ ম্যাচও। বৃহস্পতিবার তিনি সকলকে চমকে দিয়ে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন মাত্র ৩১ বছর বয়সেই। বিশেষজ্ঞদের মতে তাঁর এই মুহূর্তে যা বয়স তাতে তিনি আরও ৩-৩ মরশুম অনায়াসে খেলতে পারতেন। নিজের অবসরের কথা শ্রান জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তাঁর মতে অবসর গ্রহণের এটাই সঠিক সময়। নিজের ক্রিকেট কেরিয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাঁর অবসর ঘোষণা করেছেন। ফ🍰লে শেষ হল তাঁর ১৫ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ারের।
আরও পড়ুন… ভিডিয়ো: কোহলি বা ✤সচিন নয়, KKR-এর অলরাউন্ডার বেঙ্কটেশ আইয𒊎়ারের পছন্দের ক্রিকেটার হলেন…
নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি আজ থেকে অফিসিয়ালি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই সময়ে দাঁড়িয়ে আমি যখন আমার ক𝓰্রিকেট কেরিয়ারের দিকে ফিরে তাকাই তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। ২০০৯ সালে বক্সিং থেকে সুইচ করে ক্রিকেটে আসার প💞র খেলা আমাকে অগুনতি, অনবদ্য মুহূর্ত উপহার দিয়েছে।’
আরও পড়ুন… Durand Cup 2024 ꦜFinal: শুভাশিস বসুর চোট, চাপে রয়েছে রক্ষণ! ফাইনালের আগে সমস্যায় মোহনবাগান
২০১৫-১৬ মরশুমে ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি। সেখানে অজিদের বিরুদ্ধে পার্থে তাঁর অভিষেক হয়েছিল। পরবর্তীতে তিনি ভারতের হয়ে জিম্বাবোয়ে সফরে যান। সেখানে দুটি টি-২০ ম্যাচেও খেলেছিলেন তিনি। তিনি আরও যোগ করে বলেন, ‘ফাস্ট বোলিং দ্রুত আমার লাকি চার্ম হয়ে ওঠে। আমার জনপ্রিয় আইপিএলে খেলার দরজা খুলে দেয়। শেষ পর্যন্ত তা আমার হয়ে সর্বোচ্চ সম্মান এনে দেয়। আমি আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই। আমার আন্তর্জাতিক কেরিয়ার খুব সংক্ষিপ্ত। কিন্তু যে🥂সব স্মৃতি আমি তৈরি করেছি তা আমার সঙ্গে চিরজীবন থাকবে।’