প্রথম সারির একাধিক ক্রিকেটারকে ছাড়াই বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামে মুম্বই। তা সত্ত্বেও দিল্লির বিরু🧔দ্ধে দাপুটে ব্যাটিং পারফর্ম্যান্স উপহার দেয় তারা। এবার দ্বিতীয় ম্যাচের আগে শক্তি বাড়ﷺতে চলেছে মুম্বইয়ের। কেননা দলের সঙ্গে যোগ দিতে চলেছেন তিনজন তারকা ক্রিকেটার।
২৭ অগস্ট থেকে মুম্বই বুচি বাবুর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে মুম্বইয়ের স্কোয়াডে যোগ দিচ্ছেন শিবম দুবে, সরফরাজ খান ও শামস মুলানি। শিবম দুবে এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে রয়েছেন। ভারত-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হবে ২৩ অগস্ট। সুতরাং, আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে অনায়াসে রাজ্য দলের সঙ্গে যোগ দিতে পারবেন দুবে। শামস ✤মুলানি মুম্বই ইন্ডিয়ান্সের ডেভেলপমেন্ট স্কোয়াডের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন। সরফরাজ খান বিয়ের পরে ছুটিতে রয়েছেন।
যদিও পৃথ্বী শ-কে শুধু এই টুর্নামেন্টেই নয়, স🌜ম্ভবত বিসিসিআইয়ের ২টি সাদা বলের টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতেও দলে পাবে না মুম্বই। কেননা নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি খেলার সময় বড়সড় চোট পেয়েছেন পৃথ্বী। তাঁকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। এবছর সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট খেলা হবে ১৬ থেকে ২৭ অক্টোবর। ওয়ান ডে ফর্ম্যাটের 💛জাতীয় টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি খেলা হবে ২৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।
বুচি বাবুতে মুম্বই বনাম দিল্লি ম্যাচের গতিপ্রকৃতি:-
টস জ🐼িতে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। তারা প্রথম দফায় ৭ উইকেটে ৬১৯ রানের বিশাল ইনিংস গড়ে ব্যাট ছেড়ে দেয়। ডাবল সেঞ্চুরি করেন হার্দিক তামোরে। সেঞ্চুরি করেন মুশির খান। হার্দিক ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩১৬ বলে ২০৫ রান করে অপরাজিত থাকেন। মুশির ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৭ বলে ১১৩ রান করে আউট হন।
এছাড়া অংꦍকৃষ෴ রঘুবংশী ২৫, প্রসাদ পাওয়ার ৭২, সুবেদ পারকর ২২, তনুষ কোটিয়ান ৭৩ ও অথর্ব আঙ্কোলেকর ৮৪ রান করেন। দিল্লির হিমাংশু চৌহান ২টি উইকেট নেন। শিবম শর্মা ও হিম্মত সিং ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংস꧃ে ৩ উইকেটে ৩২৪ রান তোলে। হিম্মত সিং ১২৭ ও জন্টি সিধু ১১৪ রানে অপরাজিত থাকেন। সুতরাং, ম্যাচ ড্রয়ের দিকে গড়াচ্ছে বলা যায়।