পাকিস্তান ক্রিকেট যেন আরও বেশি জটিল হয়ে উঠছে। দলের সমস্যা মেটাতে গিয়ে পাকিস্তান ক্রিকেট টিমের ম্য়ানেজমেন্ট যেন তাদের সমস্যা গুলোকে আরও বেশি পেঁচিয়ে ফেলছেন। আসলে তারা তাদের দলে অধিনায়ক পরিবর্তনের প্রক্রিয়া যেন থামাতেই চাইছে না। সর্বশেষ খবর অনুযায়ী, বাবর আজমক♕ে হয়তো সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। বাবর আজম গত বছর উভয় ফর্ম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, তবে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের আগে পিসিবি তাকে আবার অধিনায়ক করেছিল, তবে এখন খবর আসছে𝓀 যে তাঁকে সরিয়ে মহম্মদ রিজওয়ানকে সাদা বলের ক্রিকেটে পরবর্তী অধিনায়ক করা হবে।
আরও পড়ুন… FIFA World Cup 2026 ♓qualifier BRA vs ECU: রদ্রিগোর একমাত্র গোল, ইকুয়েডরকে ১-০ হারাল ব্রাজিল
শোনা যাচ্ছে বাবর আজমকে সরিয়ে মহম্মদ রিজওয়ানকে পাকিস্তান দলের দায়িত্ব দেওয়া হতে পারে। এই বিষয়টি গুরুত্ব পায় যখন পিসিবি চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের জন্য ৫ অধিনায়কের নাম ঘোষণা করে। এই পাঁচ অধিনায়কের মধ্যে শাহিন♊ শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ান, শাদাব খান, সৌদ শাকিল ও মহম্মদ হারিসের নাম থাকলেও বাবরের কোনও উল্লেখ নেই।
আরও পড়ুন… ইংল্যান্ড দলে বড🍌় ধ💝াক্কা! চোটের কারণে ২০২৪ সালে মাঠে নামবেন না মার্ক উড, ফিরবেন কবে?
এমন ♍পরিস্থিতিতে বাবরের কাছ থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। পিসিবি যে দলে বড় পরিবর্তনের মুডে রয়েছে সেটা বলাই যায়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষে বাবর আজমের জায়গায় নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক নিয়োগ করা হতে পারে।
পাকিস্তান ৪ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ🥀ের সিরিজ খেলবে, যা তাদের জন্য হোম গ্রাউন্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন দুই মাস আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও বাবর আজমের সঙ্গে কথা বলেছেন। যদি সংশ্লিষ্ট সকল দল মহম্মদ রিজওয়ানকে অধিনায়ক হিসেবে বেছে নিতে সম্মত হয়, তাহলে তাঁকে ভবিষ্যতে তিন ফর্ম্যাটের জন্যই অধিনায়ক নিয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যা শান মাসুদের টেস্ট অধিনায়কত্বের ওপরেও প্রশ্ন ꦆচিহ্ন তৈরি করে।
আরও পড়ুন… Paris Paralympics 2024: ব্রোঞ্জ জিতেꦕ ভারতকে গর্বিত করলেন দেশের প্রাক্তন সৈনিক হোকুতো🔜 সিমা