আইপিএল ২০২৫ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। শুক্রবার দিনই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আইপিএলের গভার্নিং কাউন্সিল। দেশি বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আইপিএলের কোনও ম্যাচ আর এই মূহূর্তে আয়োজন করতে চায়নি বিসিসিআই। কারণ সাম্প্রতিক সময় বারবার দেখা গেছে, সাধারণ মানুষকেই টার্গেট করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। দেশের সেনার প্রতি সমর্থন জানিয়ে এবং এই কঠিন সময় সরকারের পাশে দাঁড়িয়ে আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত আইপিএল স্থগিত রেখে বলা হয়েছে ৭দিন পর বিসিসিআইয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলে যে আইপিএল ফের শুরু করা যায় কিনা, যদিও বর্তমান পরিস্থিতিতে আইপিএল ৭দিন পর শুরু করার সম্ভাবনা একদমই কম বলা যায়।
IPL স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই
কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য যা দরকার, কোনওভাবেই সেটা করতে রাজি নয় পাকিস্তান। অর্থাৎ সন্ত্রাসকে তাঁরা দমন তো করছেই না, এমনকি জঙ্গি এবং সন্ত্রাসবাদীদেরই তাঁরা মদত দিয়ে চলেছে ভারতকে ক্ষত বিক্ষত করার জন্য। এই আবহে তাই আইপিএলের সব ক্রিকেটারদেরই ঘরে ফেরত পাঠানোর কাজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মাঝে পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলা এক টি২০ লিগও বন্ধ হয়ে গেল। সাধারণত আইপিএল শেষের পরই শুরু হয় বেঙ্গল প্রো টি২০ লিগ, গতবার থেকে যা চালু করা হয়েছিল। প্রথম বছর যথেষ্ট আকর্ষণ কুড়িয়েছে বাংলার এই টি২০ লিগ, যেখানে মনোজ, অভিষেক পোড়েল, মুকেশ কুমারদের মতো তারকা ক্রিকেটাররা খেলেছেন।
স্থগিত হয়ে গেল বেঙ্গল প্রো টি২০ লিগ
কিন্তু দেশে অশান্তির আবহে সেই লিগ আর নির্ধারিত সূচি মেনে বাংলায় অনুষ্ঠিত হচ্ছে না। সেই লিগ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে। পরবর্তী সময়ে এই লিগ আয়োজন করা হবে বলে জানানো হয়েছে সিএবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে। জানানো হয়েছে প্রত্যেকটি দলসহ যারা যারা এই লিগ আয়োজনে যুক্ত তাঁদের সঙ্গে কথা বলার পরই ভবিষ্যৎ চূড়ান্ত হবে বেঙ্গল প্রো টি২০ লিগের।
বিসিসিআইয়ের নির্দেশিকা মেনেই পরবর্তী সিদ্ধান্ত
বিসিসিআই যদি পরবর্তী সময় ক্রিকেটারদের জন্য কোনও নির্দেশিকা দেয়, সেটা মাথায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত হতে চলেছে। আসলে এবারের আইপিএলের এখনও কয়েকটা ম্যাচ হওয়ার কথা রয়েছে ইডেন গার্ডেন্সে। যেখানে আইপিএল হচ্ছে না সেখানে বেঙ্গল ক্রিকেট লিগ কীভাবে সম্ভব, আর সব থেকে বড় কথা যেখানে নিরাপত্তারক্ষীরাই আপাতত দেশকে নিরাপদ রাখতে ব্যস্ত, তাই লিগ পিছিয়ে দেওয়া হল। অশান্তির আবহে দেশের সরকারের পাশেই রয়েছে সিএবি, পাশাপাশি অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসকে দমন করা এবং দেশকে সুরক্ষিত করার যে কাজ করে চলেছে দেশের সেনাবাহিনী, তাকে ধন্যবাদ জানিয়েছে সিএবি।
