আর কয়েক দিন পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর আসর। ইতিমধ্যে প্রত্যেক দল তাদের টিম ঘোষণা করে দিয়েছে। কিছু দল তাতে পরিবর্তন এনেছে। লোয়াড়রা এখন আমেরিকায় পৌঁছাতে শুরু করেছেন। আগামী ১লা জুন থেকে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এদিকে, ভারতীয় দলকে ১ জুন তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে দেখা যাবে। ভারত মাত্র একটি প্রস্তুতি ম্যাচ পাবে এবং তার পরেই মূল প্রতিযোগি♍তায় খেলতে নামবে। ২৭ মে থেকে বাকি সব দল তাদের প্রস্তুতি ম্য়াচ খেলতে মাঠে নামবে। চলুন দেখে নেওয়া যাক সেই প্রস্তুতি ম্যাচের তালিকা-
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রস্তুতি ম্যাচের সময়সূচী:
২৭ মে-
১) কানাডা বনাম নেপাল, ভারতীয় সময় রাত ৯টায়
২৮ মে:
১)๊ ওমা𒊎ন বনাম পাপুয়া নিউ গিনি, ভারতীয় সময় রাত ১২.৩০
২) নামিবিয়া ဣবনাম উগান্ডা, ভারতীয় সময় সকাল ৪.৩০
৩) শ্রীলঙ্কাꦬ বনাম নেদারল্যান🦩্ডস, ভারতীয় সময় রাত ৮টায়
৪) বাংলাদেশ বনাম USA, ভারতীয় সময় রাত ৯টায়
মে ২৯:
১) অস্ট্রেলিয়া 🐼বনা🌠ম নামিবিয়া, ভারতীয় সময় সকাল ৪.৩০
২) আফগানিস্তান♊ বনাম ওমান, ভারতীয় সময় রাত ১০.৩০
আরও পড়ুন… ভিডিয়ো: KKR⭕ জিতেছে কিন্তু আমাদের কথা সবাই বলছে- SRH-এর ছেলেদের উৎসাহ দিলে🍌ন কর্ণধার কাব্য
মে ৩০:
১) স্﷽কটল্যান্ড বনাম উগান্ডা, ভারতীয় সময় রাত ৮টায়
২) নেপাল বনাম USA, ভারতীয় সময় রাত ৯টায়
মে ৩১:
১) নামিবিয়া বনাম প𒁃াপুয়া নিউ গি🌟নি, ভারতীয় সময় রাত ১২.৩০
২) নেদারল্যান্ড বনাম কানাডা, ভারতীয় সময▨় রাত ১ টায়
৩) ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া,🌞 ভারতীয় সময় সকা🦂ল ৪.৩০
৪♏) আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ভারতী𒐪য় সময় রাত ৮টায়
৫) স্কটল্যান্ড বনাম আফগানিস্ত🌳ান, ভারতীয় সময় রাত ৮টায়
জুন ১:
১) ভারত বনাম বাংলাদেশ, ভারতীয় সময় রাত ৮টায়
আরও পড়ুন… অরেঞ্জ ক্যাপ দিয়ে আইপিএল ট্রফি জেতা যায় না- ফের RCB ও বিরাট কোহলিকে খোঁচ🦂া দিলেন অম্বাতি রায়ডু🎐!
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কখন এবং কোথায় দেখতে পাবেন?
বর্তমানে, মাত্র দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে এবং সেগুলো হল ওয়েস﷽্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া এবং ভারত বনাম বাংলাদেশ। ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে। দুটি ম্যাচই স্টার স্পোর্টস নেটওয়ার্কে লাইভ দেখা যাবে এবং হটস্টারে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।