মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে রান পেলেন না ফর্মে থাকা চেতেশ্বর পূজারা। দলের সেরা ব্যাটার ব্যর্থ হলেও সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডি টপ𒊎কে যায় ধর্মেন্দ্রসিং জাদেজা ও🐓 প্রেরক মানকড়ের জোড়া হাফ-সেঞ্চুরির সুবাদে।
সোলাপুরের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে রঞ্জির এলিট-এ গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সৌরাষ্♏ট্র। যদিও মাত্র ৫৪ রানে ৫ জন ব্যাটারের উইকেট হারিয়ে বসে তারা। শেষমেশ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে সংগ্রহ করে ২০২ রান। তারা ৬০.১ ওভার ব্যাট 💃করে।
ওপেনার কেভিন ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। তিন নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বরাজ জাদেজা শূন্য রানে আউট 🤡হন। মোটে ৪টি বল স্থায়ী হয় তাঁর ব্যক্তিগত ইনিংস। অপর ওপেনার হার্ভিক দেশাই ২৫ রান করে ক্রিজ ছাড়েন। ৪৯ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন।
চেতেশ্বর পূজারা চলতি রঞ্জি ট্রফির প্রথম চারটি ম্যাচে সাকুল্যে ৫৩৫𝔍 রান সংগ্রহ করেন। এলিট গ্রুপগুলির ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। এহেন ফর্মে থাকা পূজারা মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন। চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি ১৬ বলে ৩ রান করে আউট হন।
পাঁচ নম্বরে ব্যাট করতে ꦐনেমে অর্পিত বাসবদা ৪২ বলে ১৪ রান করেন।ཧ ছয় নম্বরে ব্যাট করতে নেমে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ধর্মেন্দ্রসিং জাদেজা। তিনি ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ৭২ রান করে মাঠ ছাড়েন। হাফ-সেঞ্চুরি করেন সাত নম্বর ব্যাটার প্রেরক মানকড়ও। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৮০ বলে ৫৬ রান করে ক্রিজ ছাড়েন।
আরও পড়ুন:- ‘মিস ইউ তেন্ডুলকর’ লেখা দেখেই সামনে🐼 হাজির সচ꧂িন, আপ্লুত ‘ভক্ত-ভগবান’ দু'জনেই- ভিডিয়ো
চিরাগ জানি ১৬ বলꦡে ৭ রান করেন। তিনি ১টি চার মারেন। ২০ বলে ১১ রান করেন পার্থ। তিনি ২টি 🌳চার মারেন। ক্যাপ্টেন জয়দেব উনাদকাট এক বলেই আউট হয়ে যান। অর্থাৎ গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। যুবরাজসিং দদিয়া ১২ বলে ১ রান করে নট-আউট থাকেন।