ইতিমধ্যেই আইপিএল ২০২৪-এর প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্তান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। চতুর্থ দল হিসেবে এবারের আইপিএলের প্লে-অফে যাওয়ার লড়াইয়ে খাতায়-কলমে টিকে রয়েছে চারটি দল। তবে চার নম্বর দল হিসেবে কারা এবার প্লে-অফের টিকিট পাবে, তা নির্ধারণে গুরুত্ওবপূর্ণ ভূমিকা নিতে চলেছে আরসিবি বনাম সিএসকে ম্যাচ।
শনিবার চিন্নাস্বামীতে চেন্⛎নাই সুপার কিংসের বিরুদ্ধে সম্মুখসমরে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু'দলের নেট রান-রেট এতটাই ভালো 🐼যে, মনে করা হচ্ছে এই ম্যাচে যে দল জিতবে, তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
স্বাভাবিকভাবেই কোহলি বনাম ধোনির হাই-ভোল্টেজ ডুয়েল নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুশ্চিন্তাও। কেননা মন্দ আবহাওয়ায় চিন্নাস্বামীর ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা উঁকি দিতে শুরু করেছে। চলতি আইপিএল ইতিমধ্যেই ২টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আরসিবি ব🅘নাম চেন্নাই ম্যাচ পরিত্যক্ত হলে পোয়া বারো চেন্নাইয়ের। কেননা ১ পয়েন্ট পেলেই ধোনিদের প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে খেলা না হলে টুর্নামেন্ট থেকে বিরাট কোহলিদের বিদায় নিশ্চিত।
শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাত ৮টা থেকꦑে ১১টার মধ্যে বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সুতরাং, পূর্বাভাস যদি মিলে যায়, তবে ম্যাচে বৃষ্টির প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করতে পারে চিন্নাস্বামীর নিকাশ ব্যবস্থা। ভারতের আন্তর্জাতিক ক্🐼রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে চিন্নাস্বামীর নিকাশি সবার সেরা হিসেবে বিবেচিত হয়। এই মাঠে বৃষ্টি থামলে ২০ মিনিটের মধ্যে খেলা শুরু করা সম্ভব বলে মনে করা হয়।
আরসি🅺বি বনাম সিএসকে ম্যাচে বৃষ্টির ভ্রুকূটির মাঝেই সোশ্যাল মিডিಞয়ায় একটি ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ছে। যাতে চিন্নাস্বামীর আউটফিল্ডের জল শোষণ ক্ষমতার উৎকৃষ্ট নমুনা ধরা পড়ে। আইসিসির প্রতিনিধিদের সামনে একদা চিন্নাস্বামীর সাব-এয়ার ড্রেনেজ সিস্টেমের যে পরীক্ষা করা হয়েছিল, এটি সেই ভিডিয়ো বলে দাবি করা হচ্ছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, তিনটি পাইপের সাহায্যে চিন্নাস্বামীর আউটফিল্ডে জল ঢালা হচ্ছে। কার্যত জল থৈ থৈ আউটফিল্ড থেকে পা🌌ইপ সরিয়ে নিতে কয়েক সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে জল। স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড। স্বাভাবিকভাবেই এমন ভিডিয়ো ভরসা জোগাতে পারে আরসিবি বনাম সিএসকে ম্যাচ ঘিরে দুশ্চিন্তায় থাকা ক্রিকেটপ্রেমীদ♐ের।