টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামিকে ফের নেটে বল করতে দেখা গিয়েছে। চোট থেকে সেরে ওঠার জন্য মরিয়া হয়ে রয়েছেন ভারতের তারকা পেসার। রিহ্যাব চলছে তাঁর। এর মাঝেই স🤪ম্প্রতি তিনি আবার বোলিং শুরু ক✅রে দিয়েছেন। তাতে আশার আলো দেখছেন শামির ভক্তরা।
মহম্মদ শামি এই বছর চোটের কারণে আইপিএল খেলতে পারেননি। তিনি শেষ বার খেলেছিলেন ২০২৩ সালের ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপের ফাইনালে। যে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গ🌺িয়েছি༒ল। আর তাতে স্বপ্নভঙ্গ হয়েছিল কোটি কোটি ভারতবাসীর।
আরও পড়ুন: ভারতীয় দলকে নিঃসন্দেহে কোচিং করাতে পছন্দ করব- এবার নিজের মনের ইচ্ছেꦍর🌠 কথা প্রকাশ করলেন সৌরভ
শামি ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে অসাধারণ বোলিং পারফরম্যান্স করেছিলেন। সাত ম্যাচে ১০.৭০ ♏গড়ে ২৪টি উইকেট তুলে নিয়েছিলেন। তবে এর পরেই তিনি গোড়ালির চোটের কারণে তিনি বিশ্বকাপের পর ক্রিকেট মাঠ থেকেই একেবারে ছিটকে যান। গত বছরের নভেম্বরের পর থেকে তিনি আর কোনও ম্যাচ খেলতে পারেননি। এমন কী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও তিনি বা💝দ পড়েছেন।
ফেব্রুয়ারিতে ꧙শামির অস্ত্রোপচার হয় এবং তখন থেকেই তাঁর পুনর্বাসন চলছে। সম্প্রতি শামি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইতিবাচক আপডেট দিয়েছেন। একটি ভিডিয়ো পোস্ট করেছেন শামি। যেখানে তাঁকে নেটে বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছে। এবং উইকেটের উপরে স্টাম্পের বদলে রাখা একটি জলের বোতল তাঁকে ফেলে দিতে দেখা গিয়েছে। তিনি সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘গ্রাউন্ড থেকে দূরে, কিন্তু কখনও খেলার বাইরে নয়, প্রত্যাবর্তনটি দেখার মতো হবে।’
৩৩ বছরের ক্রিকেটার কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত করে বলেননি চিকিৎসকেরা। তবে তিনি অনুশীলন শুরু করে দিয়েছেন। গত ফেব্রুয়ারিতেꦜ লন্ডনে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছিল। এখনও সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন শামি।
এদিকে এবার আইপিএলের লিগ পর্ব থেকে গুজরাট টাইটান্স ছি🌄টকে যাওয়ায়, শামি ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহার উপরে। শামি মনে করেন, ওপেনিং জুটিতে সমস্যা থাকায় এবার ভুগতে হয়েছেগুজরাটকে। ওপেনিং পার্টনারশিপে গিল ও ঋদ্ধি একবারও পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়তে পারেননি। আর শুরুটা ভালো না হওয়ায়, গুজরাট টাইটান্সকে হোঁচট খেতে হয়েছে গোটা টুর্নামেন্টᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে।
আরও পড়ুন: ভারত কি এখনও T20 World Cup-এর জন্য প্রস্তুত নয়? 🐟ভারতের প্রাক্তনী তুলে দিলেন🎉 বড় প্রশ্ন
নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেছিলেন, ‘চলতি আইপিএ▨ল থেকে ছিটকে যাওয়ায় হতাশা গ্রাস করেছে গুজরাট টাইটান্স শিবিরকে। তাদের ব্যর্থতার কারণ যদি খতিয়ে দেখা হয়, তাহলে বলব ওপেনিং পার্টনরাশিপে সমস্যা থাকার জন্যই গুজরাট টাই🧔টান্সকে ভুগতে হয়েছে। ওপেনিং পার্টনারশিপটাই ঠিকঠাক হয়নি। যাদের উপরে ওপেনিং পার্টনারশিপের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।’