হাম্বান্তোতার নিরপেক্ষ কেন্দ্রে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আফগানিস্তান। যদিও চাপ বজায় রাখতে পারেননি রশিদ খানরা। আফগানিস্তানের নিয়♓ন্ত্রিত বো🔜লিংয়ের সামনে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা পাকিস্তানের ইনিংস সস্তায় গুটিয়ে যায়। তবে পাকিস্তান বল হাতে পালটা লড়াই শুরু করে দুর্দান্তভাবে।
নতুন বলে 🤪শাহিন আফ্র♋িদি পরপর ধাক্কা দেন আফগান শিবিরে। নাসিম শাহ ও হ্যারিস রউফও উইকেট তোলেন শুরুতে। সব মিলিয়ে জয়ের জন্য ছোটখাটো লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আফগানিস্তান ইনিংসের এক্কেবারে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে।
দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে𓄧 শাহিন আফ্রিদি পরপর ২ বলে আউট করেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহকে। শাহিনের ২ বলে ২ উইকেট যদি পাক সমর্থকদের আপ্লুত করে থাকে, তবে তাঁরা হতাশ হবেন অন্য একটি কারণে। চতুর্থ ওভারে ইক্রম আলিখিলক✅ে রান-আউট করার সহজ সুযোগ যেভাবে হাতছাড়া করে পাকিস্তান, তা ক্রিকেটপ্রেমীদের অবাক করবে নিশ্চিত।
কীভাবে মিস হয় রান-আউটের সুযোগ:-
৩.৩ ওভারে নাসিমের বলে আউট হন হাশমতউল্লাহ শাহাদি। ব্যাট করতে নামেন ইক্✅রম আলিখিল। ৩.৫ ওভারে নাসিম শাহর বল অফ-সাইডে ডিফেন্স করেই এক রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন ইক্রম। যদিও বল সরাসরি কভার অঞ্চলে ফিল্ডিং করা ফখর জামা💞নের হাতে চলে যায়। রান নেওয়া নিরাপদ নয় বুঝেই নন-স্ট্রাইকার রহমানউল্লাহ গুরবাজ ফেরত পাঠান আলিখিলকে। তবে ইক্রম ততক্ষণে প্রায় নন-স্ট্রাইকার প্রান্তে চলে এসেছেন।
দুই ব্যাটসম্যানই কার্যত পিচের🅷 একই প্রান্তে রয়েছেন দেখে ফখর প্রাথমিকভাবে দৌড়ে গিয়ে বল স্টাম্পে লাগাবেন স্থির করেন। তবে ইক্রম হাল না ছেড়ে🔥 সজোরে দৌড়ে ক্রিজে ফেরার চেষ্টা করেন। দৌড়ে ব্যাটারকে টেক্কা দেওয়া সম্ভব নয় বুঝে ফখর আন্ডার আর্ম থ্রোয়ে স্টাম্প ভাঙার চেষ্টা করেন। যদিও বল স্টাম্পে লাগেনি।
যেহেতু নাসিম বল করছিলেন, তাই উইকেটকিপার রিজওয়ান দাঁড়িয়ে ছিলেন অনেক পিছনে। তিনি স্টাম্প গার্ড করতে পারেননি। ফখরের ছোঁড়া বল ধরে রিজওয়ান দৌড়নো অবস্থাতেই সামনের দিকে ঝাঁপিয়ে পড়েন। তাঁর উদ্দেশ্য ছিল ডাইভ দিয়ে দূরত্ব কমিয়ে আনা। শেষমেশ রিজওয়ান বল স্টাম্পꦫে লাগাতে সক্ষম হন বটে, তবে ততক্ষণে ক্রিজে পৌঁছে গিয়েছেন ইক্রম। ফলে ব্যক্তিগত ৪ রানের মাথায় জীবনদান পেয়ে যান আলিখিল।