লর্ডসে জেমস অ্যান্ডারসনের ফেয়ারওয়েল টেস্ট জয় দিয়ে স্মরণীয় করে রাখার মঞ্চ তৈরি করে ফেলল ইংল্যান্ড। লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের থেকে প্রথম ইনিংসের নিরিখে বিরাট রানের লিড নিয়ে নেন বেন স্টোকসরা। সেই খামতি মেটানো সম্ভব হবে কিনা ক্যারিব꧙িয়ানদের পক্ষে, সেই বিষয়েও রয়েছে ঘোর 🌄সংশয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস💦 হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা প্রথম দিনেই ৪১.৪ ওভারে তাদের প্র🀅থম ইনিংসে অল-আউট হয় মাত্র ১২১ রানে। লুইস ২৭, আথানাজে ২৩, কাভেম ২৪, আলজারি জোসেফ ১৭ ও গুড়াকেশ মোতি ১৪ রান করেন।
ইংল্যান্ডের হয়ে নি🌃জের অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৭ উইকেট নিয়ে চমকে দেন গাস অ্যাটকিনসন। ১টি🔯 করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস ও বেন স্টোকস। জিমি আউট করেন জয়ডেন সিলসকে।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম দিনেই তাদের প্রথম⛎ ইনিংসে তুলে ফেলে ৩ উইকেটে ১৮৯ রান। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৭১ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ৯০ ওভার। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২🍌৫০ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকে ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন পাঁচজন ব্যাটার। জ্যাক ক্রলি ৮৯ বলে ৭৬ রান করেন। তিনি ১৪টি চার মা𓆉রেন। ওলি পোপ ৭৪ বলে ৫৭ রান করেন। তিনি ১১টি চার মারেন। ১১৪ বলে ৬৮ রান করেন জ💃ো রুট। তিনি ৭টি বাউন্ডারি মারেন। ৬৪ বলে ৫০ রান করেন হ্যারি ব্রুক। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১১৯ বলে ৭০ রান করেন উইকেটকিপার জেমি স্মিথ। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন।
বেন ডাকেট ৩ রানে আউট হন। ৪ রান করেন ক্যাপ্টেন বে💦ন স্টোকস। খাতা খুলতে পারেননি গাস অ্যাটকিনসন ও শোয়েব বশির। অ্যান্ডারসন ব্যাট হাতে ম𝓡াঠে নামলেও কোনও বল খেলার সুযোগ পাননি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জয়ডেন সিলস ৭৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ৪১ রানে ২টি উইকেট নেন গুড়াকেশ মোতি। ৫৮ রান খরচ করে একজ🐟োড়া উইকেট তুলে নেন জেসন হোল্ডার। আলজারি জোসেফ ১টি উইকেট নিলেও খরচ কꩲরেন ১০৬ রান।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন💯ের শেষে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে। সুতরাং, ইনিংস হারꦦ এড়াতে এখনও ১৭১ রান দরকার তাদের।