ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসি! বর্তমান ফুটবল বিশ্বে সেরা ফুটবলার কে? এই প্রশ্নটা হয়তো বর্তমানে সব সময়ে শোনা যায়। এই নিয়ে হয়তো বিশ্ব ফুটবল দুভাগ হয়ে যায়। কিন্তু এখন এই তালিকায় নতুন প্রজন্মরাও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। কখনও কিলিয়ান এমবাপে তো কখনও আর্লিং হালান্ডের নাম উঠে আসছে। তবে বিশ্বফুটবলকে চমকে দিলেন ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা গৌতম গম্ভীর। তিনি রোনাল্ডো বা মেসি কাউকেই সেরা ফুটবলার মানতে চাননি। গৌতি এমন এক ফুটবলারকে নিজের পছন্দের সেরা ফুটবলারের তকমা দিয়েছেন যা শুনে হয়তো সকলেই অবাক হবেন।ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তারকা গৌতম গম্ভীর। বর্তমানে তিনি নিজের মন্তব্যের জন্য বেশ বিখ্যাত। তবে অনেকেই বলেন যে গম্ভীর কোনও কথা বলতেই ভয় পান না। তাই তিনি কথা বললেই বিতর্ক হয়েই থাকে। আসলে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার। নানা বিতর্কিত মন্তব্যের কারণে গম্ভীরের নাম সব সময়ে খবরের শিরোনামে থাকে। সম্প্রতি লিজেন্ডস লিগ ক্রিকেট চলাকালীন শ্রীসান্থের সঙ্গে তাঁর বিতর্ক সামনে এসেছে। এই বিতর্কের মাঝেই আরও একটি বিতর্ক সামনে এসে গিয়েছে। এখন গৌতম গম্ভীরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, যা নিয়ে নানা ট্রোল করা হচ্ছে। আসলে, একটি সাক্ষাৎকারের সময় গম্ভীরকে সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির মধ্যে সেরা ফুটবলারের নাম বাছতে বলা হয়েছিল। কিন্তু সেই সময়ে গম্ভীর এমন একটি উত্তর দিয়েছিলেন যা শুনে সকলেই অবাক হয়েগিয়েছিল। আসলে তাঁকে যখন সেরা ফুটবলারের নাম জিজ্ঞাসা করা হয়, তখন তিনি রোনাল্ডো বা মেসি কারোর নাম বলেননি। তিনি এই দুই ফুটবলারের মধ্যে কাউকে বেছে নেননি। বরং তিনি এমন ফুটবলারের নাম নিয়েছেন যা সকলকে অবাক করে দিয়েছে।আসলে তিনি সেরা ফুটবলার হিসাবে ইংল্যান্ড তথা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের ফুটবলার মার্কাস রাশফোর্ডের নাম নিয়েছেন। গম্ভীরের এই উত্তর শুনে ভক্তরা অবাক হয়ে যান। রোনাল্ডো ও মেসি ভক্তেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ গৌতম গম্ভীরকে ট্রোল করতে শুরু করেন। যেই পোস্ট গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে।সম্প্রতি শ্রীসান্থের সঙ্গে বিবাদ নিয়ে সমালোচনার শিরোনামে আসেন গৌতম গম্ভীর। লিজেন্ডস লিগ ক্রিকেটের (এলএলসি) একটি ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং বিষয়টি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঠের বাইরেও চলে যায়। যেখানে শ্রীসান্থ বলেন, গম্ভীর তাঁকে মাঠে ফিক্সার বলেছেন। যেখানে গম্ভীর একটি হাসিখুশি ছবি শেয়ার করে শ্রীসান্থকে জবাব দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপরে শ্রীসান্থকে নোটিশ পাঠানো হয়েছে অভিযোগ। এলএলসি কমিশনারের পাঠানো নোটিশে বলা হয়েছে, লিগের চুক্তি লঙ্ঘন করেছেন শ্রীসান্থ। যদিও, শ্রীসান্থ নোটিশ পাওয়ার ঘটনাকে স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন।