জিএমআর গ্রুপ হল দিল্লি ক্যাপিটালসের মালিক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি বিশিষ্ট ফ্র্যাঞ্চাইজি এই গ্রুপ। এবার তারা হ্যাম্পশায়ার ক্রিকেট ক্লাবের মেজরিটি শেয়ার কি🌜নতে সম্মত হয়েছে বলে জানা গিয়েছে। হ্যাম্পশায়ার ক্রিকেট ক্লাবের প্রায় ৪৯ শতাংশ শেয়ার কেনার জন্য জিএমআর গ্রুপ প্রায় ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করতে চলেছে। আর এই চুক্তি পাকা হয়ে গেলে, এই প্রথম কোনও ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দল ইংল্যান্ডের কাউন্টিতে খেলা ক্রিকেট টিমের মালিক হবে।
আইপিএলের বিভিন্ন ফ্যাঞ্চাইজি একাধিক দেশের টি২০ লিগে তাদের দল নামিয়েছে। তা সে মার্কিন মুলুকই হোক, কিংবা দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি বা ওয়েস্ট ইন্ডিজ। তবে ইংল্যান্ডের যে কোনও ধরনের ক্✅রিকেটে ভারতের কোনও দল কোনও ভাবেই এত দিন যুক্ত ছিল না। তবে এবার দিল্লি ক্যাপিটালস সেই দিক থেকে নজির গড়তে চলেছে। এদিকে হ্যাম্পশায়ারও প্রথম কাউন্টি টিম হবে, যাদের মালিক হবে কোনও বিদেশি ফ্র্যাঞ্চাইজি।
জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ গ্রুপের আংশিক মালিকানাধীন দিল্লি ক্যাপিটালস পুরুষ ও মহিলা আইপিএলে তাদের মূলধন বিনিয়োগ করার পাশাপাশি, আইএলটি২০ (ILT20) লিগ এবং এমএলসি (MLC)♐ লিগে বিনিয়োগ করেছে। এবার তারা ইংল্যান্ডের ক্রিকেটেও বড় ধরনের বিনিয়োগ করতে চলেছে বলে খবর।
ইতিমধ্যে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে দ্য হান্ড্রেড লিগে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণও জানিয়েছিল, যা অনন্য ফরম্যাটের টুর্নামেন্টকে পুনরুজ্জীবিত করার জন্য একটি শেষ বিড হিসাবে বিবেচিত হয়েছিল। সেই দিক থেকে দিল্লি ক্যা♈পিটালসের মালিকেরা যদি হ্যাম্পশায়ারের মেজর শেয়ার কিনে নেয়, তবে ইসিবি-র দিক থেকে কোনও আপত্তি করার জায়গা নেই।
আরও পড়ুন: রাহুল নাকি পন্ত- কে খেল🍌বেন উ♓ইকেটকিপার হিসাবে? মুখ খুললেন রোহিত শর্মা
হ্যাম্পশায়ার ক্লাবের শীর্ষে ২৩ বছর কাটিয়ে গত বছরই চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্র্যান্সগ্রোভ। তবে হ্যাম্পশায়ারে তাঁর ৬০ শতাংশের বেশি মালিকানা রয়েছে। মালিকানা বিক্রিতে যে তিনটি কাউন্টি টিমের সভ্য-সমর্থকদের মতামত লাগবে না, সেই তিনটি টিম হল- নটিংহ্যামশায়ার, ডারহ্যাম এবং হ্যাম্পশায়🌳ার। এগুলি মেম্বার-ওনড নয়। ফলে মালিকানা হস্তান্তর করতে গিয়ে কোনও জটিলতা বা সমস্যার ম🌳ুখোমুখি হতে হবে না ব্র্যান্সগ্রোভকে।
আরও পড়ুন: ভাবিনি বল পাব, কিন্তু সূর্য✱ তৈরি থাকতে বলেছিল… ম্যাচ জিতিয়ে অকপট রিঙ্কু
প্রসঙ্গত, হ্যাম্পশায়ার অবশ্য অনেক আগেই ভারতে পা রেখেছিল। আইপিএলের আর এক টিম রাজস্থান রয়্যালসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল তারা। ২০১০ থেকে ২০১৩- তিন বছরের জন্য হ্যাম্পশায়ার রয়্যালস নাꦬমে খেলেছিল ওই কাউন্টি টিম।
এদিকে বিসিসিআই এখনও পর্যন্ত ভারতের কোনও ক্রไিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেয়নি। হ্যাম্পশায়ারের সঙ্গে ক্লাবের মালিকানা সংক্রান্ত চুক্তি পাকা হলে, দিল্লি ক্যাপিটালসের অন্যান্য ক্রিকেটারদেরও ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে খেলতে দেখা যেতেই পারে।