ওডিআই সিরিজ শুরুর আগে ভারতের জন্য একটি বড় সমস্যা তৈরি হয়েছে। আর সেটা হল, উইকেটরক্ষকের ভূমিকাকে ঘিরে। একটি ভয়াবহ দুর্ঘটনার কারণে ঋষভ পন্তের অনুপস্থিতিতে, কেএল রাহুল ২০২৩ সালে একটি উল্লেখযোগ্য সময়ের জন্য পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে কিপারের ভূমিকা পালন করেছিলেন, যার মধ্যে ঘরের মাঠে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ এবং পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফর অন্তর্ভুক্ত ছিল।
যাইহোক এখন পন্ত ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দুই খেলোয়𒊎াড়ই স্কোয়াডে রয়েছেন এবং ভারতকে উইকেটরক♈্ষক হিসাবে এই দু'জনের মধ্যে থেকে একজনকে উইকেটকিপার হিসাবে বেছে নিতে হবে।
আরও পড়ুন: ভাবিনি বল পাব, কিন্তু সূর্য তৈরি থাকতে বলেছিল…ꦆ ম্যা𝓀চ জিতিয়ে অকপট রিঙ্কু
ম্যাচের পূর্ববর্তী সংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা এই বিষয়টি নিয়ে ধোঁয়াশাই রেখে দিলেন। তিনি বলেন, ‘আমাকে প্রধান ক💦োচের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে হবে। আগামীকাল (শুক্রবার) যখন আমরা ম্যাচটি খেলব, তখন সকলেই এই বিষয়টি জানতে🅰 পারবেন।’
ওডিআইতে কেএল রাহুলের কিন্তু দুর্দা🎃ন্ত ব্যাটিং রেকর্ড রয়েছে। ভারতের হয়ে ৩৫ট⛦ি ম্যাচে তিনি ৫৮.৯১ গড়ে ১৩৫৫ রান করেছেন, যেখানে দু'টি শতরান এবং দশটি অর্ধশতরান রয়েছে। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে তিনি ৪৮টি ডিসমিসাল করেছেন।
আরও পড়ুন: টেস্টের এক নম্বর ব্যাটার জো রুট, T20I-তে বড়𓄧 লাফ যশস্বীর, শুভমনেরও ক্য💎ারিয়ারের সেরা র্যাঙ্কিং
এদিকে পন্তেরও শেষ বছরে ওয়ানডে-তে ভালো 🍨পরিসংখ্যান ছিল। ২০২২ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম ওডিআই সেঞ্চুরি (১১৩ বলে অপরাজিত ১২৫) সহ পন্ত ১২ ম্যাচে ৩৩৬ রান করেছিলেন। স্বাভাবিক ভাবেই ভারতের জন্য দু'জনের মধ্যে একজনকে নির্বাচন করাটা কঠিন হয়ে উঠেছে।
রোহিত বলেছেন, ‘এটি একটি কঠিন সিদ্ধান্ত। দু'জনেই ভালো মানের খেলোয়াড়। ওরা ওদের♎ নিজেদের মতো করে ম্যাচ উইনার। কাকে বেছে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। তবে যখন এটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে হয় যে, কোন প্লেয়ারকে রাখা হবে, কাকে ছাড়া হবে এই নিয়ে, তখন বুঝতে দলের মান উন্নত। যেটা আমি মনে করি খুব ভালো💦 বিষয়।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ওডিআই সিরিꦐজকে রোহিত হালকা ভাবে নিতে নারাজ। সেই সঙ্গে তিনি বলে দিয়েছেন, এই সিরিজটি তাঁদের কাছে কোনও টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চও নয়। এই সিরিজটিকে বাড়তি গুরু💛ত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক। হিটম্যান বলেছেন, ‘আমরা এখানে এসে ভালো ক্রিকেট খেলতে চাই। এটা কোনও প্রস্তুতির মঞ্চ নয়। আমরা সিরিজ থেকে কিছু পেতে চাই। আমরা দল হিসাবে নিজেদের মেলে ধরতে চাই। ’