শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস দল প্লে অফ পর্যায়ে যাওয়ার লড়াইতে রয়েছে। তাদের এই ভালো পারফরম্যান্স করার নেপথ্যে রয়েছে তাদের দুই নবীন তা𒐪রকা তথা পাওয়ার হিটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং ত্রিস্তান স্তাবস। সদ্য প্রকাশিত অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাননি ম্যাকগার্ক। তবে সেই নিয়ে এখন আর ভাবতে চান না নবীন তারকা।
আরও পড়ুন… T20 WC 2024: রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন🐼 সৌ📖রভ গঙ্গোপাধ্যায়
জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের ফোকাস এখন আইপিএলে ভালো পারফরম্যান্স করা। আর এই এক ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলছেন আরেক তারকা অজ♎ি ওপেনার ডেভিড ওয়ার্নার। সতীর্থের সম্🧸বন্ধে এবার বড় দাবি করেছেন ম্যাকগার্ক। তাঁর বক্তব্য ওয়ার্নার অস্ট্রেলিয়ান হওয়ার পরেও অনেক বেশি ভারতীয়।
আরও পড়ুন… ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে ৫ বছরের জন্য ♏নিষিদ্ধ করল ICC
ঘটনাচক্রে ডেভিড ওয়ার্নার যে ভারতীয় শিক্ষা, সংস্কৃতি সহ একাধিক বিষয়ে খবর ভালোভাবেই রাখেন তা আগেই জানা গিয়েছে অনেকবার। মাঠে বিখ্যাত 'পুষ্পা' নাচ হোক কিংবা সপরিবা🔥রে 'বুটা বামা' গানের সঙ্গে নেচে রিল তৈরি হোক বারবার ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর টানকে তুলে ধরেছেন ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার সম্বন্ধে বলতে গিয়ে ম্যাকগার্ক জানিয়েছেন, ‘আমার দেখা অন্যতম ভালো মানুষ ডেভিড ওয়ার্নার। একেবারেই স্বার্থপর নন উনি। সব সময়ে সকলের জন্য ওঁর সময় রয়েছে। ২৪*৭ উনি লোককে সহায়তা করতে চান। এই গুণটা সকলের মধ্যে থাকে না। আমরা যে হোটেলেই থাকি না কেন সব সময়েই মনে হয় উনি যেন আমার দুটো রুম পরেই রয়েছেন। আমি তো প্রতিদিন সকালে উঠে ওঁর রুমে চলে যাই। সেখানে আমরা দুজনে একসঙ্গে বসে কফি খাই।’
আরও পড়ুন… IPL 2024: হেড না টেল! ক্যামেরায় দেখাল না MI vs KKR ম্যাচের টﷺসের রেজাল্ট, শুরু হল🎐 বিতর্ক
ম্যাকগার্ক আরও যোগ করে বলেন, ‘ডেভিড অস্ট্রেলিয়ান হওয়ার পরেও অনেকটাই বেশি ভারতীয়। আমি তো এটাই সবসময়ে ওঁকে বলি। আমি তো ওঁকে বলি যে তুমি ৭০ শতাংশ ভারতীয় আর ৩০ শতাংশ অস্ট্রেলিয়ান।’ এরপর আইপিএলে খেলার অভিজ্ঞতা সম্বন্ধে বলতে গিয়ে ম্যাকগার্ক জানিয়েছেন, ‘এখানে খেলার পর একটা জিনিস আমি বুঝতে পারছি আর তা হল বাইরে থেকে দেখা বা কথা শোনা আর ভিতরে থেকে খেলা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আম💎ার কোন প্রত্যাশাই ছিল না যেꦺ এবার আমি একটা ম্যাচও খেলব।তবে খেলার পর যেভাবে আমি এর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছি তা আমাকে বেশ সুন্দর একটা অনুভূতি দেয়।’