শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাদা বলের ফর্ম্যাটে আইসিসি আয়োজিত কোন🎃 টুর্নামেন্ট বাদ নেই যা তিনি ভারত অধিনায়ক হিসেবে জেতেননি।২০০৭ টি-২০ বিশ্বকাপ,২০১১ ওডিআই বিশ্বকাপ,২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। পাশাপাশি ভারতের ঘরোয়া টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলের ইতিহাসেও অন্যতম সফল অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্বেই রেকর্ড সংখ্যক পাঁচ বার আইপিএলের খেতাব জয়ের নজির রয়েছে চেন্নাই সুপার কিংস দলের।
সেই তাঁকেই নাকি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটীয় একাদশ থেকে বা📖দ দেওয়া হয়েছিল! হ্যা এমন কাজটাই করেছিলেন ভারতের আরেক প্রাক্তন কিপার ব্যাটার তথা একদা ধোনির সতীর্থ দীনেশ কার্তিক। তিনি তাঁর সর্বকালের সেরা ভারতীয় একাদশ থেকে বাদ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি তাঁর ভুল স্বীকা🅷র করে নিয়েছেন। ক্ষমাও চেয়েছেন এই ভুলের জন্য। পাশাপাশি ভুলে যাওয়ার কারণেই এই অনিচ্ছাকৃত ভুল ঘটেছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-প্রথম টে🃏স্টে জোড়া শতরানে ভালো জায়গায় পাকিস্তান!বাংলাদেশ বোলারদের শাসন ꦇরিজওয়ান-শাকিলের…
প্রসঙ্গত দীনেশ কার্তিক গত মরশুমে আইপিএলে আরসিবির হয়ে খেলার পরে সমস্ত ধরনের ক্রিক💙েট থেকে অবসর নিয়েছেন। যদিও ঘরোয়া ক্রিকেটে খেলার পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই তিনি ক্রিকেট বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন টিভির পর্দায়। সেই তিনিই সম্প্রতি তাঁর চোখে ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা এꦬকাদশ বেছে নিয়েছিলেন। যেখানে তিনি মহেন্দ্র সিং ধোনিকে রাখেননি। এর ফলে বিতর্ক দানা বেঁধেছিল।
আরও পড়ুন-ডেভিড উইজে,আশুতোষ শর্মাদের ভিন্ন মত ফিল সল্টের! K⛦KR কোচ পণ্ডিতকে দরাজ সার্টিফিকেট
কার্তিক পরবর্তীতে নিজেও নিজের ভুল বুঝতে পারেন। তিনি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। ঘটনাচক্রে গত সপ্তাহেই নিজের এই সর্বকালের সেরা ভারতীয় দল বেছে নিয়েছিলেন কার্তিক।সেই দলে ভুলবশত তিনি ๊তাঁর সতীর্থ ধোনিকে রাখতে ভুলে যান। এর𓃲পরেই ধোনি ভক্তরা তাঁকে কার্যত ধুয়ে দিয়েছেন। কার্তিকও নিজের ভুল বুঝতে পেরে তা শোধরানোর তাগিদ নেন।
বৃহস্পতিবার অর্থাৎ ২২ অগস্ট এই বিষয়টি নিয়ে তাঁর ব্যাখ্যা দিয়েছেন কার্তিক। তিনি বলেছেন ' ভাই লোগ,বড়া গলতি হো গয়া। (ভাইয়েরা আমার বড় ভুল হয়ে গিয়েছে)। সত্যি বলতে এটা আমার বড় ভুল হয়েছে। আমি বিষয়টি উপলব্ধি করি যখন বিষয়টি আমার সা𝓡মনে আসে। আমি যখন এই সর্বকালের সেরা একাদশ বেছে নিচ্ছিলাম তখন একগাদা জিনিস আমার মাথাতে চলছিল। আমি উইকেট কিপারকে নির্বাচন করতেই ভুলে গিয়েছিলাম। আমার ভাগ্য ভালো আমার দলে রাহুল দ্রাবিড় ভাই ছিল। সবাই ভেবেছিল আমি একজন পার্ট টাইম কিপারকে গুরু দায়ি𒐪ত্ব দিচ্ছি। সত্যি বলতে আমি রাহুল দ্রাবিড়কে কিপার হিসেবে নয় ব্যাটার হিসেবে ধরেছিলাম। আমি কিপার রাখতে ভুলেই গিয়েছিলাম। আমার তরফ থেকে এটা খুব বড় ভুল। আর এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।'