আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে। রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ, মেল জোনস, হার্ষা ভোগলে এবং ইয়ান বিশপের মতো বড় নাম ধারাভাষ্য প্যানেলে জায়গা পেয়েছেন। তবে এদের পাশাপাশি এবার দীনেশ কার্তিককেও ধারাভাষ্য দিতে দেখা যাবে। আসলে দীনেশ কার্তিক আইসিসি টি-🔴টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এও টিম ইন্ডিয়ার অংশ ছিলেন। এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও ধা🍰রাভাষ্য প্যানেলের অংশ হিসেবে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন… T20 WC 2024-এ♓র আগে কানাডা ক্রিকেটে বিশৃঙ্খলা! দলের প্রধান কোচকেই সরিয়ে দেওয়া𒉰 হল- রিপোর্ট
নতুন দায়িত্ব পেলেন দীনেশ কার্তিক-
দীনেশღ কার্তিক আইপিএল থেকে অবসর নিয়েছেন। এবং ২২ মে, তিনি তাঁর জীবনের শেষ আইপিএল ম্যাচটি খেলেছিলেন। এই ম্যাচটি চলতি আইপিএল-এর মরশুমের এলিমিনেটর ম্যাচ ছিল। ফলে নিজের কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন দীনেশ কার্তিক। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ভারতীয় দলে জায়গা হয়নি। ফলে অনেকেই ভেবেছিলেন এবারে হয়তো আর দীনেশ কার্তিককে আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজে দেখা যাব༒ে না।
আরও পড়ুন… কবে অবসর নেবেন কোহলি? হঠাৎ করেই বিশ্ব ক্রিকেটকে অꦦবাক করে দেবেন বিরাট, মাইকেল ভনের বড় দাবি
তবে সকলকে ভুল প্রমাণ করলেন ডিকে। এবারের বিশ্বকাপে দীনেশ কার্তিককে ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে। দীনেশ কার্তিক ছাড়াও এই প্যানেলে এবনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ এবং লিসা স্থালেকারকেও ধারাভাষ্য দিতে দেখা যাবে কারণ প𓆏্রত্যেককেই নতুন দায়িত্ব দিয়েছে আইসি🐼সি।
আরও পড়ুন… তাহ📖লে হয়তো RCB অনেক আগেই IPL জিতে যেত… ফের কি অম্বাতি রায়ডুর নিশানায় বিরাট কোহলি?
নতুন দায়িত্ব পেয়ে কী বললেন দীনেশ কার্তিক?
এই দায়িত্ব পেয়ে দীনেশ কার্তিক বলেছღেন, ‘এই টুর্নামেন্টটি বিভিন্ন দিক থেকে খুব আলাদা হতে চলেছে, যে কারণে এটি আরও উত্তেজনাপূর্ণ হবে। ২০টি দল এবং ৫৫টি ম্যাচ, এবং কিছু নতুন ভেন্যু...এটি একটি দুর্দান্ত সমন্বয়, আমি এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অপেক্ষা করছি। এই ধরনের একটি উচ্চ-শ্রেণীর ধারাভাষ্য প্যানেলের অংশ হওয়া আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতাꦚ। আমি সম্প্রতি যাদের সঙ্গে খেলেছি তাদের জন্য ধারাভাষ্য করা এই কাজটিকে আরও মজাদার করে তুলবে।’
আরও পড়ুন… কোনও অজিকে প্রস্তাব দেওয়া হ💙য়নি কোচ হওয়ার জন্য, দা♉বি জয় শাহর, তাহলে কী বলছিলেন পন্টিং, ল্যাঙ্গার?
ধারাভাষ্যের জন্য চল্লিশ জনের প্যানেল ঘোষণা করল আইসিসি-
ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে রিকি পন্টিং, সুনীল গাভাসকর, ম্যাথিউ হেইডেন, রমিজ রাজা, ইয়ন মর্গ্যান, টম মুডি এবং ওয়াসিম আক্রমকেও। আমেরিকান ধারাভাষ্যকার জেমস ও'ব্রায়েন, যিনি জমবয় নামেও পরিচিত, তিনিও ধারাভাষ্য প্যানেলের একটি অংশ হবেন। ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২ জুন। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ𝄹ের আয়োজক দেশ। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ফাইনাল ম্যাচটি ২৯ জুন অনুষ্ঠিত হবে।