২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের হারের জন্য ভারতকে দায়ী করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, ভারতের পক্ষ নেওয়ার। এবার এই প্রসঙ্গে ভনকে এক হাত নিলেন ভারতের প্রাক্তন কোচ এবং কিংবদন্তি রবি শাস্ত্রী।
ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছিলেন ভন
ভন দাবি করেছিলেন, গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসি অন্য দলের প্রতি অন্যায় করেছে। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের সময়ে নিজের এক্স হ্যান্ডলে হতাশা উগরে দিয়ে ভন লিখেছিলেন, ‘অবশ্যই এই সেমিফাইনাল (আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা) ম্যাচটি গায়ানার হওয়া উচিত ছিল… কিন্তু পুরো ইভেন্টটি ভারতের দিকে ꦯতাকিয়ে তৈরি করা হয়েছে, যা অন্যদের উপর খুব অন্𒈔যায়।’
আরও পড়ুন: ১১৫ রান করতে গিয়ে ১০ 🌠নম্বর ব্যাটারের দিকে চেয়ে থাকতে হচ্ছে… হতাশা উগরালেন শুভমন
এমন কী দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ নিয়েও তিনি সরব হন। তিনি ভারত এবং আইসিসি-কেই পরোক্ষে আক্রমণ করেন। ভারত ফাইনালে উঠতে চলেছে, বিষয়টি স্🎐পষ্ট হওয়ার পরেই ভন এক্সে দাবি করেছিলেন যে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি মন্থর এবং স্পিনিং উইকেটে আরও ভালো খেলেছে। তিনি লিখেছেন, ‘ভারত চূড়ান্ত ভাবে ফাইনালে ওঠার যোগ্য... এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল... এই পিচ ইংল্যান্ডের জন্য সব সময়ই কঠিন ছিল... ধীর গতির স্পিনিং পিচ ভারতের জন্য অনেক ভালো।’
রবি শাস্ত্রী ধুইয়ে দিলেন ভনকে
শুক্রবার টাইমস নাউ-এর সাথে কথা বলার সময়ে ভনকে তীব্র আক্রমণ করে রবি শাস্ত্রী বলে꧅ছেন, ‘মাইকেল ভন যা ইচ্ছে বলতেই পারে। ভারতে কেউ সেটার পাত্তাও দেয় না। ইংল্যান্ড দলের সমস্যা আগে মেটাক। সেমিফাইনালে ইংল্যান্ডের যা হাল হয়েছে, সেই সম্বন্ধে ওর আগে কথা বলা উচিত। ভারতের কাপ জেতার অভ্যাস আছে। জানি, ইংল্যান্ড দু'বার জিতেছে। তবে ভারত চার বার জিতেছে। আমার মনে হয় না, মাইকেল কোনও দিন কাপ হাতে ধরেছে। তাই কিছু বলার আগে দু'বার ভাবা উচিত। ও আমার সহকর্মী, কিন্তু ওর সমালোচনার জবাব এটাই।’
আরও পড়ুন: ৪-২-১৩-৪- ভাজ্জির ১২ বছর আগের অনন্য রেকর্ড ছুঁলেনꦡ বিষ্ণোই, করলেন ক্যারিয়ারের সেরা বোলিং