ইন্ডিয়া-সি দলের বিরুদ্ধে চলতি দলীপ ট্রফির প্রথম ম্যাচে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার। তবে ইন্ডিয়া-এ দলের বিরুদ্ধে 📖দ্বিতীয় ম্যাচের প🌜্রথম ইনিংসে ডাহা ফেল শ্রেয়স। ব্যাট হাতে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসনও। ইন্ডিয়া-ডি দলকে কার্যত একা টানেন দেবদূত পাডিক্কাল। তবে তিনি দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন।
পাডিক্কালের একক প্রয়াস যথেষ্ট ছিল না ইন্ডিয়া-ডি দলকে নির্ভরতা দেওয়ার ꧅পক্ষে। তাই মায়াღঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন ইন্ডিয়া-এ দলের কাছে প্রথম ইনিংসের নিরিখে বড়সড় ব্যবধানে পিছিয়ে পড়তে হয় শ্রেয়স আইয়ারের ডি-দলকে।
অনন্তপুরে ইন্ডিয়া-ডি দলের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া-এ দল। প্রথম দিনের শেষে তারা ৮২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে ইন্ডিয়া-এ দল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯০ রানে। তারা ব্যাট করে সাক𒀰ুল্যে ৮৪.৩ ওভার।
শামস মুলানি ৮৯, তনুষ কোটিয়ান ৫৩ ও রিয়ান পরাগ ৩৭ রান করেন। ইন্ডিয়া-ডি দলের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট দখল করেন হর্ষিত রানা। ২টি করে উইকেট নেন বিদ্বথ কাভেরাপ্পা ও আর্শদী💝প সিং। ১টি করে উইকেট নেন সরাংশ জৈন ও সৌর♑ভ কুমার।
জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া-ডি দল তাদের প্রথম ইনিংসে ১৮৩ রানে অল-আউট হয়ে যায়। তাদের ইনিংস স্থায়ী হয় ৫২.১ ওভার। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ইন্ডিয়া-এ দল ১০৭ রানের লিড পেয়ে 👍যায়। দেবদূত পাডিক্কাল দলের হয়ে সব থেকে বেশি ৯২ রান করে আউট হন। ১২৪ বলের আগ্রাসী ইনিংসে তিনি ১৫টি চার মারেন।
এছাড়া ২৯ বলে ৩১ রান করেন হর্ষিত🦩 রানা। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ৫১ বলে ২৩ রান করেন ঋকি ভুই। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ২টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ১৪ রান করেন যশ দুবে। অথর্ব টাইডে ৪, সঞ্জু স্যামসন ৫, সরাংশ জৈন ৮, সৌরভ কুমার ১ ও কাভেরাপ্পা ২ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি আর্শদীপ সিং ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার।
প্রথম ইনিংসে ইন্ডিয়া🔜-এ দলের হয়ে ৩টি করে উইকেট নেন খলিল আহমেদ ও আকিব খান। ১টি করে উইকেট নেন 🐼প্রসিধ কৃষ্ণা, তনুষ কোটিয়ান ও শামস মুলানি।