ভারতের বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা। ২৭ জুলাই থেকে লঙ্কানদের মাটিতে শুরু হওয়ার কথা ভারত শ্রীলঙ্কা টি২০ সিরিজেღর। মোট ৩টি টি২০ ম্যাচ রয়েছে সিরিজে। এরপর ২রা জুলাই থেকে শুরু ওডিআই সিরিজ। তাঁর আগে দুঃসংবাদ লঙ্কানদের কাছে। দলের তারকা পেসারই ছিটকে গেলেন। এমনিতে ভারতীয় দল বর্তমানে এই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন। নিজেদের সেরা দল নিয়েই তাঁরা খেলতে এসেছে। নতুন কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর কোনওভাবেই আর গাছাড়া মনোভাব দেখাচ্ছেন না। শুরু থেকেই নিজের লক্ষ্যে ফোকাসড গৌতি। সামনে টি২০ সিরিজের পর ওডিআই সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক একটা রিহারশাল মতো সেড়ে নেবে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধ🌠ে হবে স্টেজ রিহারশাল। তাঁর আগে লঙ্কান শিবিরের বোলার ছিটকে যাওয়ায় বেশ চাপে তাঁরা।
আরও পড়ুন-৯ মাস ঘোরার মতো সময় নেই, তাই ভারꦰতের কোচ হ♛তে চাননি! অবস্থান স্পষ্ট করলেন আশিস নেহরা
ভ𒐪ারতীয় দলের জন্য এটা যেমন একদিকে সুসংবাদ, প্রতিপক্ষ দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলারের না থাকা, তেমনই🎃 খারাপ দিকও রয়েছে। কারণ টিম ইন্ডিয়া এখন চাইবে যত বেশি সম্ভব এশিয়ার মাটিতে ভালো বোলারদের বিরুদ্ধে খেলে নিজেদের তৈরি করে নিতে। কারণ পরের দুটি আইসিসি ইভেন্টই হওয়ার কথা এশিয়াতে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ টি২০ বিশ্বকাপ।
আরও পড়ুন-ভারতেই ফিরলেন! তবে আইএসএল নয়, আইলিগꦉের ক্লাব ইন্টার ক��াশীর কোচ হলেন হাবাস
শ্রীলঙ্কা দলের এই পে𒀰সারের ব্রঙ্কাইটিস হয়েছে, সঙ্গে শ্বাসনালীতেও সংক্রমণ হয়েছে বলে জানা গেছে। এখনও তিনি অসুস্থতা পুরোপুুরি কাটিয়ে উ🍃ঠতে না পারায় তাঁর ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, সেই কারণেই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রামের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পরিবর্ত হিসেবে আসিথা ফার্নান্দোর নাম ঘোষণা করা হয়েছে, তিনিও জোরে বোলার। ২৬ বছর বয়সী আসিথা লঙ্কান প্রিমিয়র লিগের ফাইনালে ভালো বোলিং করে সকলের নজর কেড়েছিলেন।
আরও পড়ুন-শহরে পা রাখলেন মোহনবাগ🃏ানের নতুন বিদেশি টম! বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থ💃না সমর্থকদের
লঙ্কান বোর্ডের প্রধান উপুল থরঙ্গা জানান, ‘গতকালই আমরা ওর বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়েছি। মেডিক্যাল টিম দেখে সিদ্ধান্ত নিয়েছে যে ওর পক্ষে আগামী টি২০ এবং ওডিআই সিরিজ খেলা সম্ভব নয় ’। সেই সময় উপুল থরঙ্গার সঙ্গেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লঙ্কানদের অন্তর্বর্তি কোচ সনৎ জয়সূর্য। দেশের জ🧸ার্সিতে চামিরা খেলেছেন ১২টি টেস্ট নিয়েছেন ৩২টি উইকেট। ৫২ ওডিআইতে নিয়েছেন ৫৬ উইকেট। ৫৫টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে রয়েছে ৫৫টি উইকেট। ফলে অভিজ্ঞতার দিক থেকে চামিরা যথেষ্টই এগিয়ে ছিলেন, কিন্তু নাইটদের এই পেসারকে ছাড়াই এবার সূর্যকুমার যাদবের ভারতের বিপক্ষে নামতে হবে শ্রীলঙ্কা দলকে।