♏ ‘কনকাশন সাব’ বিতর্ক নিয়ে চরম কটাক্ষ ঝরে পড়ল জোস বাটলারের গলা থেকে। 'অলরাউন্ডার' শিবম দুবের ‘কনকাশন সাব’ হিসেবে ‘বোলার’ হর্ষিত রানাকে নামানো নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘না, ওটা লাইক-ফর-লাইক (অর্থাৎ দুবের উপযুক্ত পরিবর্ত হন হর্ষিত) পরিবর্ত নয়। আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। হয় শিবম দুবে আরও ২৫ মাইল (৪০ কিলোমিটারের বেশি) জোর বল করতে শুরু করেছে, নাহলে হর্ষিত নিজের ব্যাটিং খুব ভালো করেছে। আমার মতে, এটা খেলার অংশ। তাও আমাদের এই ম্যাচটা জেতা উচিত ছিল। তবে হ্যাঁ, আমরা ওই সিদ্ধান্তের সঙ্গে একমত নই।’
ব্যাটিংয়ের সময় বল লাগে দুবের হেলমেটে
✤আর সেই যাবতীয় বিতর্ক হয়েছে পুণেতে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচে আদতে প্রথম একাদশে ছিলেন না হর্ষিত। বরং ছিলেন দুবে। ব্যাটিংও করেন তিনি। ৩৪ বলে ৫৩ রান করেন (ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন)। তারইমধ্যে ১৯.৫ ওভারে জেমি ওভারটনের একটি বল দুবের হেলমেটে লাগে। নিয়ম মতো তাঁকে পরীক্ষা (কনকাশন টেস্ট) করে দেখেন ফিজিয়ো। মেলে খেলার অনুমতি। কিন্তু শেষ বলে রান-আউট হয়ে যান।
৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন হর্ষিত
🍒তারপর দুবে আর ফিল্ডিং করতে নামেননি। প্রথম ছয় ওভারে তাঁর হয়ে ফিল্ডিং করেন রামনদীপ সিং। পাওয়ার প্লে'র পরে 'কনকাশন সাব' হিসেবে মাঠে আসেন হর্ষিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে একটি বিবৃতিতে বলা হয়, 'শিবম দুবের কনকাশন সাবস্টিটিউট হলেন হর্ষিত রানা।' আর তারপর ম্যাচের মোড় ঘোরানো বোলিং করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন।
দুবের পরিবর্তে কেন হর্ষিত? চটে লাল ইংরেজরা
﷽আর সেই দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই হর্ষিতকে ‘কনকাশন সাব’ হিসেবে নামানো হওয়ায় চটে যান অনেকেই। কীভাবে ‘বোলার’ হর্ষিতকে ‘অলরাউন্ডার’ দুবেরে পরিবর্তে নামানো হল, তা নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, অ্যালিস্টার কুক। একইসুরে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেন (হর্ষিতের দুর্দান্ত পারফরম্যান্সের আগেই), ‘হর্ষিত যদি বল করে, তাহলে এটা লাইক-ফর-লাইক পরিবর্তন নয়। যে কাজটা ওর করা উচিত। দুবের উপযুক্ত কনকাশন পরিবর্তন হল রামনদীপ সিং।’
বিতর্কের মধ্যেই সিরিজ পকেটে পুরল ভারত
🐷তবে সেই বিতর্কের মধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজে জিতে নিয়েছে ভারত। সিরিজের শেষ ম্যাচ আছে মুম্বইয়ে। শুক্রবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৮১ রান তোলে ভারত। জবাবে ১৯.৪ ওভারে ১৬৬ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। দুবের পাশাপাশি ৫৩ রান করেন হার্দিক পান্ডিয়া। ৩০ রান করেন রিঙ্কু সিং।