ইল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। হার্দিক পাণ্ডিয়া-শিবম দুবেদের ব্যাটিং পারফরমেন্সের পাশাপাশি দুই নাইট তারকা রিঙ্কু সিং এবং হর্ষিত রানার চোখে লাগার মতো পারফরমেন্সের সুবাদে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে নিল। কঠিন ম্෴যাচ হলেও শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখেই ম্যাচ জিতল ভারত।
একটা সময় পরপর তিন উইকেট পড়ে গেছিল ভারতের । টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় ভারত। কারণ প্রথম ওভারে আর্চারের বিরুদ্ধে ১২ রান নিলেও দ্বিতীয় ওভা🐠রেই সাকিব মাহমুদের বিরুদ্ধে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল টিম ইন্ডিয়ার সাধের টপ অর্ডার।
রিঙ্কু-অভিষেক হাল ধরেন
এরপর কোনও মতে টিম ইন্ডিয়ার পতন রক্ষা করেছিলেন রিঙ্ক সিং, অভিষেক শর্মা। ওপেনার অভিষেক ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন। রিঙ্কুও চোট কাটিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে এসে দরকারের সময় ঠান্ডা মাথায় ইনিংস খেললেন ৩০ রানের। ২৬ বল খে🔯লে এই রান করলেও এই ইনিংসের গুরুত্ব কতটা সেটা বোঝা গেল ম্যাচের শেষে।
রিঙ্কু-অভিষেকদের ইনিংসের সৌজন্য🌊েই হার্দিক-শিবমরা যখন ব্যাটিংয়ে নামলেন, তখন তাঁদের হাতে পর্যাপ্ত বলও যেমন ছিল তেমন অতিরিক্ত চাপও ছিল না। কারণ তাঁদের তখন শুধুই ইনিংস ভালোভাবে ফিনিশ করতে হত। ১১তম ওভারে আউট হন রিঙ্কু সিং, তখন ভারতের রান রেট ৭র ওপর।
শিবম দুবের সঙ্গেই ব্যাটꦏ হাতে এরপর তাণ্ডব দেখালেন হার্দিক পাণ্ডিয়া। দুই তারকা ব্যাটারের পারফরমেন্সের সুবাদেই ভারত এই ম্যাচে ৯ উইকেটে ১৮১ রানের স্কোরে পৌঁছায়। ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন শিবম দুবে, মারেন ৭টি চার এবং ২টি ছয়।
ভাইরাল ভিডিয়ো-
তবে সবার নজর কাড়েন হার্দিক পাণ্ডিয়া। দলের দরকারে পাওয়ারপ্লেতে বোলিংয়ের পাশাপাশি দরকারের সময় ব𝕴্যাট হাতেও টিম ইন্ডিয়ার দুর্গরক্ষা করে চলেছেন তিনি। ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেললেন তিনি। মারলেন চারটি চার এবং চারটি ওভারবাউন্ডারি।
এর মধ্যে হার্দিকের একটি শট মন জিতে নিল সকলের। নিজের চেনা স্টাইলেই হার্দিক পাণ্ডিয়া আরও একবার মারলেন নো লুক সিক্স। অর্থাৎ হেড ডাউন রেখে ꩵসপাটে বল মারলেন জেমি ওভারটনের বলে। যা সরাসরি লং অনের ওপর থেকে পেরিয়ে গেল বাউন্ডারি। নেটমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে হার্দিকের এই নো লুক শটꩲ।