জোস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল বাবর আজমদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৩ রানে জিতেছে। এর ফলে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক ছ🅷িলেন অধিনায়ক জোস বাটলার।
ফিরেই চমক দিলেন জোফ্রা আর্চার-
জোস বাটলারের সঙ্গে ইংল্যান্ড দলের অভিজ্ঞ পেসার জোফ্রা আর্চারও এদিনের ম্যাচে দারুণ পারফর্ম করেন। দী🅰র্ঘদিন পরে দলে ফিরছেন আর্চার। প্রায় দেড় বছর পর দলে ফিরে আর্চার তাঁর বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে বিপর্যস্ত কܫরে তুলেছে। ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে ২০ ওভারও টিকতে পারেনি পাকিস্তান দল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উভয় দলের অনুশীলনের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।
ইংল্যান্ডের ইনিংস কেমন ছিল-
এদিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বার্মিংহামের সুন্দর মাঠে স্বাগতিক দল ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮৩ রান করে। অধিনায়ক জোস বাটলার ৫১ বলে ৮টি চার ও ৩টি আকাশচুম্বী ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন। জোস বাটলার ছাড়া আর কোনও ইংলিশ ব্যাটসম্যানই ৫০ রান ছুঁতে পারেননি। এই সময়ে ৩৭ রান করে অধিনায়ককেꦑ পূর্ণ সমর্থন দেন উইল জ্যাকস। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৩টি এবং ইমাদ ওয়াসিম ও হারিস রউফ ২টি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন… 📖কেন রোহিত-বুমরাহদের সঙ্গে T🐽20 WC 2024-এর বিমান ধরলেন না বিরাট কোহলি? সামনে এল বড় কারণ
পাকিস্তানের ইনিংস কেমন ছিল-
১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে আসা পাকিস্তান দলের শুরুটা ভালো হয়নি। প্রথম ৪ ওভারে দুই ওপেনার মহম্মদ রিজওয়া🐠ন ও সাইম আইয়ুব প্যাভিলিয়নে ফিরে যান। খাতাও খুলতে পারেননি র📖িজওয়ান। এরপর রান করার পুরো চাপ ছিল অভিজ্ঞ ফখর জামান ও পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের (৩২) ওপর। দুজনেই তৃতীয় উইকেটে হাফ সেঞ্চুরির জুটি গড়েন, কিন্তু বাবর আউট হওয়ার সঙ্গে সঙ্গে দলটি যেন ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।
আরও পড়ুন… IPL 2024 KKR: বেঙ্কটেশ আমার সঙ্গে তামিল ভাষ🐽ায় কথা বলে, আর আমি হিন্দিতে- শ্রেয়স আইয়ার
ফখর জামান অবশ্যই ৪৫ রানের ইনিংস খেলেছেন, কিন্তু অন্য প্রান্ত থেকে তিনি কোনও সমর্থন পাননি। এর ফলে ১৯.২ ওভারে ১৬০ রানের মধ্যেই গুটিয়ে যায় পুরো পাকিস্তান দল। এই সময়ে জোফ্রা আর্চার ও ༺মইন আলি ২টি করে উইকেট শিকার করেন এবং রিস টপলে ৩টি উইকেট পান। জোস বাটলার তার দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান। সিরিজের তৃতীয় ম্যাচটি হবে ২৮ মে।