হায়দরাবাদে প্রথম টেস্টেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। ১৯০ রানে পিছিয়ে থাকার পরে, তারা ২৮ রানে জয় ছিনিয়ে নেয়। ভারতের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এভাবে জয় পাওয়াটা নিঃসন্দেহে বড় বিষয়। যাইহোক দ্বিতীয় টেস্ট শুক্রবার (২ জানুয়ারি) থেকে বিশাখাপত্তনমে শুরু হবে। আর ম্যাচ শুরুর একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। দলে দু'টি পরিবর্তন করেছে ব্রিটিশ ব্রিগেড। মার্ক উডের জায়গায় দলে ঢুকেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। এবং চোট পেয়ে জ্যাক লিচ ছিটকে যাওয়ায়, সেই জায়গায় একাদশে এসেছেন শোয়েব বশির। জ্যাক লিচ প্রথম টেস্টেই ফিল্ডিং করা🔯র সময়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। যার জেরে তিনি দ্বিতীয় টেস্ট থেকেꦕ বাদ পড়লেন।
এই টেস্টেই বশিরের অভিষেক হতে চলেছে। তরুণ এই স্পিনারকে ঘিরে আশাবাদী বেন স্টোকস। তিনি জুন মাসে ইংল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচের একটি ভিডিয়ো ক্লিপে বশিরকে বল করতে দেখেছℱিলেন। সেই ম্যাচটি ছিল আবার বশিরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচ। সেই সময়েই বে🅘ন স্টোকস ঠিক করে নিয়েছিলেন, ভারত সফরের দলে বশিরকে তিনি রাখতে চান। স্বাভাবিক ভাবেই অধিনায়কের সম্মান রক্ষার গুরু ভার কিন্তু বশিরের উপর থাকবে।
দলের অধিনায়ক বেন স্টোকস আগেই বশিরকে নিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছেন। তিনি বলেছেন, টম হার্টলি এবং রেহান আহমেদের যোগ্য সহযোগী হব﷽েন বশির। স্টোকসের দাবি, ‘য🌠দি ও এই সফরে খেলে, তবে ওর পক্ষে একটি ভালো জিনিস হল, ওর হারানোর কী আছে?’
তিনি যোগ করেছেন, 🍨‘ও যদি খেলার সুযোগ পায়, তাহলে আমি এটা নিয়ে ভাবব যে, ওকে যেন আমার সম্ভাব্য সেরা অভিজ্ঞতা দিতে পারি। কারণ কোনও প্লেয়ার একবারই প্রথম টে🎉স্ট ম্যাচ খেলে থাকে। যদি ও খেলে, তাহলে আমি যতটা সম্ভব ওর জন্য এই ম্যাচটিকে উপভোগ্য এবং মজাদার করার চেষ্টা করব।’
আরও পড়ুন: শুভমন, শ্রেয়সরা ব্যাট হাতে টেস্টে𓆏 ব্💦যর্থ, জায়গা কি ফস্কে যাবে? কী বললেন ভারতের ব্যাটিং কোচ?
এই টেস্টে ভারতও প্রত্যাবর্তন করতে মরিয়া থাকবে। ইতিমধ্যে তারা প্রথম টেস্ট হেরে একদিক🤡ে যেমন সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে, তেমনই তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে পাঁচে নেমে গিয়েছে। সব দিক থেকে নিজেদের জায়গা পুনরুত্থার করতে মরিয়া থাকবে ভারত। তবে ইংল্যান্ডও হাল ছাড়ার পাত্র নয়। লড়াইটা টিম ইন্ডিয়ার সহজ হবে না।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুট, অলি পোপ, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষ🐬ক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।