শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময🥂়ে ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার জোফ্রা আর্চার। ২০১৯ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ড দলকে বাউন্ডারির গুনতিতে হারিয়েছিল তারা। সেই ফাইনাল জয়ের অন্যতম নায়ক ছিলেন আর্চার। ফাইনালের সুপার ওভারেও বোলিং করেছিলেন তিনি। এর পর থেকেই দীর্ঘ চোট আঘাতে ভুগছেন তিনি।
মাঝেমধ্যꦜে ২২ গজে ফিরলেও, ধারাবাহিক ভাবে খেলতে পারেননি তিনি। ২০২৩ সালের মার্চ মাসের পর থেকে চোটের কারণে ২২ গজের বাইরে রয়েছেন আর্চার। সামনেই রয়েছে টি২০ বিশ্বকাপ। আর এই টি২০ বিশ্বকাপের মধ্যে দিয়েই জা𓂃তীয় দলে ফিরে আসার লড়াই চালাচ্ছেন তিনি। এই কথাটি স্পষ্ট করে দিয়েছেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রবার্ট কী।
আরও পড়ুন: যুবি, লারাকে ধন্যবাদ🅺 অভিষেক শর্মার, কিন্ত𓂃ু ফের বকা খেতে হল ভারতীয় কিংবদন্তির থেকে
২০২৫ সালের আগে জোফ্রা আর্চার যে টেস্ট ফর্ম্যাটে ফিরবেন না, তা প্রায় নিশ্চিত। বর্তমানে কনুইয়ের চোটের সমস্যায় ভুগছেন জোফ্রা আর্চার। বিষয়টি নিযಌ়ে বলতে গিয়ে স্কাই স্পোর্টসকে রবার্ট কী জানিয়েছেন, ‘𒊎জোফ্রাকে নিয়ে আমাদের সম্পূর্ণ চিন্তাভাবনা হল, এই গ্রীষ্মেই ও সাদা বলের ক্রিকেটে ফিরবে।’
ধারাবাহিক চোটের কারণে জাতীয় দলে জোফ্রা আর্চারের উপস্থিতি স্বাভাবিক ভাবেই ধারাবাহিক নয়। টেস্টে শেষ বার আর্চার খেলেছেন তিন বছর আগে ২০২১ সালে। ভারতের বিরুদ্ধে সেই টেস্টে খেলার পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যায়নি তাঁকে। টেস্টে জোফ্রা আর্চারের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে বলতে গিয়ে রবার্ট কী বলেছেন, ‘জোফ্রা সাসেক্সের হয়ে প্রি সিজন খেলতে ভারতে গিয়েছিল। সেখানেও যথেষ্ট দ্রুতগতিতে বোলিং করেছে। ও𝕴খানে কিন্তু ও খুব ভালো বোলিং করেছে।’
আরও পড়ুন: কমলা টুপির লড়ꦗাইয়ে কোহলিদের চাপে ফেলছেন SRH-এর অভিষেক শর্মা, ক্লাসেনও উঠে এসেছেন রিয়ানদের ঘাড়ে
রবার্ট কী আরও যোগ করেন, ‘জোফ্রা এই মুহূর্তে ক্যারিবিয়ানে ফিরে গিয়েছে। ওখানে ও অল্প বিস্তর ক্লাব ক্রিকেট খেলবে। সবটাই ওকে টি২০ বিশ্বকাপের আগে ফিট করার লক্ষ্যে নেওয়া আমাদের ভাবনা। আশা করব মে মাসে ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলবে। তবে জোফ্রাকে নিয়ে এই মুহূর্তে আমাদের ফিঙ্গারস ক্রসড (চিন্তায় থাকা) রাখতেই হচ্ছไে। আমরা বিষয়টি নিয়ে কোনও তাড়াহুড়ো করছি না। আমরা ওকে নিয়🧸ে ধীরে ধীরে এগোতে চাই। এটা অল্প সময়ের ব্যাপার নয়। আমাদেরকে ওকে নিয়ে দীর্ঘ সময়ের চিন্তা ভাবনা করতে হবে।’ উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ এবার খেলা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। ১ জুন থেকে শুরু হবে এই বিশ্বকাপ।