শুভব্রত মুখার্জি:- নিঃসন্দেহে ইল্যান্ডের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার ডেরেক আন্ডারউড। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৭৮ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন তিনি। ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনার জাতীয় দলের হয়ে খেলেছেন ৮৬টি টেস্ট। নিয়েছ𒊎েন ২৯৭টি উইকেট। পরিসংখ্যান হোক কিংবা পারফরম্যান্স সব কিছুর বিচারেই লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে তিনিই সেরা।
জাতীয় দলের হয়ে ১৬ বছর খেলেছেন তিনি। ১৯৮২ সালে জাতীয় দলের হয়ে শেষ 🔜টেস্ট খেলেন আন্ডারউড। প্রথম শ্রেণির কেরিয়ারের গোটা🐈টাই তিনি কাটিয়েছেন প্রখ্যাত কাউন্টি দল কেন্টের হয়ে। ১৭ বছর বয়সে কেন্টের মূল দলের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এরপর তিন দশক সময় তিনি কাটিয়েছেন কেন্টে। ১৯৬৩ থেকে ১৯৮৭ পর্যন্ত তিনি খেলেছেন কেন্টে।
কেন্টের হয়ে ৯০০'র বেশি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৫২৩ উইকেট।গড় ১৯.০৪। কেন্টের তরফে তাঁর মৃতꦑ্যুর খবর ‘এক্স’-এ নিশ্চিত করে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাবের একজন আইকন ডেরেক আন্ডারউড। ৭৮ বছไর বয়সে ওনার মৃত্যুতে শোকাহত কেন্ট ক্রিকেট।’
ইসিবির তরফে ‘এক্স’-এ পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ‘এই দেশের অন্যতম সেরা স্পিনার হিসেবে ডেরেক আন্ডারউডকে 𒉰মনে রাখবে দেশের ক্রিকেটের সমর্থকরা।' ইংল্য✨ান্ডের টেস্ট ইতিহাসে আন্ডারউড উইকেট সংগ্রাহকদের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ উইকেটশিকারি। ২৬টি ওয়ানডেও খেলেছেন জাতীয় দলের হয়ে। নিয়েছেন ৩২টি উইকেট। ১৯৭৫ সালের ওডিআই বিশ্বকাপেও খেলেছেন দেশের হয়ে। পরবর্তীতে খেলা ছাড়ার পরে এমসিসির সভাপতিও হয়েছিলেন তিনি।
ইংল্যান্ডের স্পিনারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন রয়েছেন 𝕴গ্রেম সোয়ান।✤ তিনি ৬০ টি টেস্ট খেলে নিয়েছেন ২৫৫ উইকেট।