ভারতীয় ক্রিকেটে অন্যতম তরুণ ওপেনার পৃথ্বী শ। নিজের প্রতিভা ও ব্যাটিং দক্ষতা দিয়ে অনেক অল্প বয়সেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সাম্প্রতিককালে তাঁর খারাপ পারফরম্যান্স তাকে জাতীয় দল থেকে বাইরে রেখেছে। এমনকী এই বছরের আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচ তাকে বাইরে বসে থাকতে হয়। ইংল্যান্ডে নিজের ফর্ম পুনরুদ্ধার করতে গিয়ে হাঁটুর চোটে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এই সময় এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পৃথ্বীকে তাঁর শারীরিক ওজন এবং মহিলা সঙ্গ থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন। এর পালটা উত্তর দেন পৃথ্বী। তিনি লেখেন, 'ঠিক আছে আপনি যেমন বলবেন তেমনি হবে।' ভারতীয় ক্রিকেটে অন্যতম তরুণ ওপেনার পৃথ্বী শ। নিজের প্রতিভা ও ব্যাটিং দক্ষতা দিয়ে অনেক অল্প বয়সেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সাম্প্রতিককালে তাঁর খারাপ পারফরম্যান্স তাকে জাতীয় দল থেকে বাইরে রেখেছে। এমনকী এই বছরের আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচ তাকে বাইরে বসে থাকতে হয়। ইংল্যান্ডে নিজের ফর্ম পুনরুদ্ধার করতে গিয়ে হাঁটুর চোটে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এই সময় এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পৃথ্বীকে তাঁর শারীরিক ওজন এবং মহিলা সঙ্গ থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন। এর পালটা উত্তর দেন পৃথ্বী। তিনি লেখেন, 'ঠিক আছে আপনি যেমন বলবেন তেমনি হবে।'|#+|২৩ বছর বয়সী এই তরুণ ওপেনার তাঁর ভারী শরীর ও কিছু শারীরিক সমস্যার জন্য বয়সে অনেক বড় দেখায় তাকে। সম্প্রতি ইংল্যান্ডে খেলতে গিয়ে তার দুর্ধর্ষ শত রানের ইনিংসের পর সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বিস্তর আলোচনা হয়। উল্লেখ্য ক্রমাগত নিজের খারাপ পারফরম্যান্সের অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পৃথ্বীও। তাই ঘরোয়া মরশুমের আগে নিজের ফর্ম ফিরে পেতে ইংল্যান্ডে উড়ে যান তিনি। সেখানে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন। প্রথম কয়েকটি ম্যাচ ব্যর্থ হবার পরেই জ্বলে ওঠেন এই তরুণ। একটি ম্যাচে শতরান এবং আরেকটি ম্যাচে দ্বিশত রান করেন তিনি।সবকিছু যখন ঠিক মনে হচ্ছিল সেই সময় হাঁটুর চোট পেয়ে ছিটকে যান তিনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ঘরের মাঠে বিশ্বকাপও খেলতে পারবেন না। অন্যদিকে এই তরুণ ভারী চেহারা ও নিজের বান্ধবীদের সঙ্গ নিয়ে সবসময় আলোচনায় থাকেন। কিছুদিন আগে বান্ধবীদের নিয়ে এক ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই কথাই উল্লেখ করে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাকে পরামর্শ দিয়ে লেখেন, 'আপনার উচিত মহিলা সঙ্গ থেকে দূরে থাকা ও বিরাট কোহলির মতো নিজের চেহারাকে পরিবর্তন করা।' এই কথা শুনে চুপ করে থাকেননি শ। তিনি এর প্রতিক্রিয়া লেখেন, 'হ্যাঁ, পন্ডিত জি আপনি যেমন বলবেন তেমনভাবেই হবে।'পৃথ্বীর সতীর্থ ক্রিকেটাররা জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করে নিলেও তিনি সেই জায়গা থেকে প্রায় ছিটকে গেছেন বললে ভুল হয় না। এখন দেখার হাতুর চোট কাটিয়ে উঠে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে পারেন কিনা।