আইপিএলের ম্যাচে পঞ্জাব কিংস হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে। একটা সময় এবারের আইপিএলের ধারাবাহিক দল ছিল রাজস্থান। কিন্তু লিগের শেষ ল্যাপে এসে তারাই পরপর হেরে চলেছেন। মে মা🐻সে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি সঞ্জু স্যামসনের দল। সেই সানরাইজার্স ম্যাচ থেকে শুরু, এরপর দিল্লি, চেন্নাই হয়ে শেষ পর্যন্ত পঞ্জাবের কাছেও হেরেছে বোল্ট, অশ্বিনরা। এক্ষেত্রে অবশ্য রাজস্থানের ব্যর্থতার পাশাপাশি পঞ্জাব কিংসেরও প্রশংসা করতে হবে। তাঁদের বোলাররা এই ম্যাচ দুরন্ত বোলিং করেছিলেন। শুরু থেকে এমন পারফরমেন্স দেখাতে পারলে এখন তাঁরাও প্লে অফের দৌড়েꩵ থাকতেন। লিগের লাস্ট বয় হওয়ার সত্ত্বেও সেকন্ড বয় রাজস্থানের বিরুদ্ধে ৫ উইকেটে জয়ের পর সোশাল মিডিয়ায় ভাইরাল পঞ্জাবের অধিনায়ক স্যাম কারানের এক পুরোনো ভিডিয়ো, যেখানে দুষ্টুমি করেই তিনি বলছেন তাঁদের দল এখন অন্যের পার্টি নষ্ট করবে।
আরও পড়ুন-��'সুনীলকে ছাড়া ভারতীয় ফুটবল ভাবতেই পারছি না,দেশের জন্য ওকে ফিরতে হবে',বললেন ജজেজে
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বুধবার সেই কাজটাই করেছেন পঞ্জাব ক্রিকেটাররা। বিশেষ করে অধিনায়ক স্যাম কারান। বল এবং ব্যাট হাতে রয়্যালসদের বিপক্ষে নজরকাড়া পারফরমেন্স দেখান কারান। প্রথমে ৩ ওভার বোলিং করে তুলে নেন তিন উইকেট। এরপর ব্যাট করতে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলেন ইংরেজ🔯 অলরাউন্ডার। করেন ৪১ বলে ৬৩ রান। লিগের শেষ লগ্নে এসে পঞ্জাব অধিনায়কের এই পারফরমেন্সে টানা চতুর্থ হারের মুখ দেখতে হয় রাজস্থান রয়্যালসকে। এরপর সোশাল মিডিয়ায় স্যাম কারানকে ধন্যবাদ দিলেন সিএসকে সমর্থকরা। তাঁর অতীতের এক সাক্ষাৎকারের ভিডিয়োতে তাঁকে ধন্যবাদ জানালেন সমর্থকরা। সেখানে তিনি বলছিলেন, লিগের শেষ প্রান্তে এবার অন্য দলের আনন♚্দ মাটি করবে তাঁর দল।
আরও পড়ুন- কলকাতা থেকেই বিদায় জানাবেন আন্তর্জ💫াতিক ফুটবলকে! অবসর ঘোষণা সুনীল ছেত্রীর
স্যাম কারানের ম্যাচ জেতানো ইনিংসের ফলে এখন চেন্নাই সুপার কিংসের কাছে সুযোগ চলে এসেছে টপ টুতে শেষ করার। ধোনিরা যদি আরসিবিকে হারিয়ে দেয় এবং নাইট রাইডার্সের কাছে যদি রাজস্থান রয়্যালস দল হেরে যায়, সেক্ষেত্রে কোয়ালিফায়ার ওয়ানে জায়গা করে নেবে সিএসকে, অতীতে যেই দলের হয়ে খেলেছেন কারান। ভারত ছাড়ার আগে পুরোনো দলকেই আইপিএলে অ্যাডভান্টে🅘জ দিয়ে গেলেন স্যাম।
আরও পড়ুন-রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগের 🐽ফাইনালেไ লালহলুদ
আইপিএল ২০২৪-এ এখনও এক ম্যাচ বাকি রয়েছে পঞ্জাব কিংসের। রবিবার তাঁর খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। অধিনায়ক শিখর ধাওয়ানের চোটের পর দলের নেতৃত্ব দিয়েছিলেন স্যাম কারান। কিন্তু এবার তিনিও দেশের হয়ে সার্ভিস দিতে ক্যাম্প ছেড়েছেন। ফলে রবিবারের ম্যাচের আগে কিছুটা হলেও অস্বস্তিতে রাজস্থান বধ করা ꦺপঞ্জাব কিংস।