আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দঃ আফ্রিকা,✨ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের তরফএ জানিয়ে দেওয়া হয়েছে আগামী তিন বছরের জন্য অর্থাৎ ২০২৫-২৭ সালের জন্য তাঁদের ক্রিকেটারদের পুরোপুরি পাওয়া যাবে। ইংল্যান্ডের সব কেন্দ্রীয় চুক্তিসম্পন্ন ক্রিকেটাররাও তিন বছর পুরো মরশুমই খেলতে চলেছেন। যদিও শ্রীলঙ্কার কিছু ক্রিকেটার এবং অস্ট্রেলিয়ার কয়েকটা যারা ১৫০ বছর টেস্ট পূর্তিতে ইংল্যান্ডে খেলবে, তাঁদের নিয়ে সংশয় রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, তাঁরা ক্রিকেটারদের পুরোপুরি ছাড়তে পারবে না। তবে শাকিব আল হাসান জানিয়েছেন, তিনি আꦆইপিএলে পুরো মরশুমই খেলবেন, সেকথা বিসিসিআইকে বিসিবি জানিয়েছে। ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যে ক্রিকেটারদের তিন বছরের জন্য পাওয়া যাবে, তাঁদের তালিকা আইপিএল দলগুলোকে দিয়েছে বোর্ড।
আরও পড়ুন🌼-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
ইসিবি তালিকা দিয়েছে বিসিসিআইকে
ইসিবির তরফে এবার ক্রিকেটারদের একটা তালিকা করে দেওয়া হয়েছে বিসিস♔িআইকে। গতবার আসলে প্লে অফের সময় ইংল্যান্ড ক্রিকেটাররা আইপিএল ছেড়ে চলে গেছিলেন, যে নিয়ে বেজায় সমালোচনা শুরু হয়েছিল। ভুগতে হয়েছিল দলগুলিকে। বিসিসিআই জানিয়েছে ইসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় না থাকা ক্রিকেটাররাও খেলবেন আগামী তিন বছরের মেয়াদকালে।
আরও প♒ড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা দামি?
কয়েকজন ক্রিকেটার সব ম্যাচে খেলবেন না-
অস্ট্রেলিয়ার ম্যাথিউ শর্টকে ২০২৫ সালের ৫০ শতাংশ ম্যাচে দেখতে পাওয়া যাবে। নান্দ্রে বার্গারকে ৭৫ শতাংশ ম্যাচে দেখতে পাওয়া যাবে। দিয়ন মায়ার্সকে ৮৫ শতাংশ ম্যাচে দেখতে পাওয়া যাবে, মার্ক চ্যাপম্যানকে ৫৫ শতাংশ ম্যাচে দেখতে পাওয়া যাবে, রিলে রুসোকে ৫০ শতাংশ ম্যাচে দেখতে পাওয়া যাবে, নিউ🅘জিল্যান্ড উইল ইয়ংকেও ৫০ শতাংশ ম্যাচে দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুনไ-অস𒁏্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
২০২৫ আইপিএলে ক্রিকেটার ছাড়বে শ্রীলঙ্কা-
শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়ꦰেছে ২০২৫ আইপিএলে ক্রিকেটারদের পুরো পাওয়া যাবে। কিছু ক্রিকেটারের ২০২৬ এবং ২০২৭ সালের পাওয়া যাওয়া নিয়ে পরে তাঁরা জানাতে পারবে। যে ক্রিকেটারদের ২০২৬ এবং ২০২৭এ রিটেন করা হবে তাঁদের নিশ্চিতভাবেই পাওয়া যাবে, যাদের রিটেন করা হবে না তাঁদের নিয়ে পরে সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুন-📖ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ক্রিকেট অস্ট্রেলিয়ার কিছু সমস্যা-
ক্রিকেট অস্ট্র্রেলিয়া ইতিমধ্যেই জানিয়েছে তাঁরা তাঁদের ক্রিকেটারদের ঘরোয়া খেলা থেকে আইপিএলের জন্য ছেড়ে দেবে। যদিও কয়েকজনকে আন্তর্জাতিক ম্যাচের জন্য রেখে দেওয়া হতে পারে। ১৫০ বছরের অস্ট্রেলিয়া ইংল্যান্ড দ্বৈরথের জন্য ওয়ান অফ ♕টেস্ট হবে মেলবোর্নে, মার্চ ২০২৭এ। কোনও আন্তর্জাতিক ম্যাচও আইপিএলের সময় না রাখার চেষ্টা চলছে। প্লেয়ারদেরকে আইপিএল খেলার এনওসিও দিয়ে দেওয়া হবে দরকার লাগলে। ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওডিআই খেলতে যাওয়ার কথা পাকিস্তানে। সেই সফর ১৮ মার্চের মধ্যে শেষ হয়ে যাওয়ারও কথা। বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আইপিএলের জন্য ছেড়ে দেওয়া হবে সিরিজ শেষের সঙ্গে সঙ্গেই।