ফের একবার শিরোনামে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সম্প্রতি এক পডকাস্ট শোয়ে অংশ নিয়েছিলেন তিনি এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেট কিপার গিলক্রিস্ট। সেখানে তাঁদের বলা হয়, ‘ধরুন আপনি একই দলে এমএস ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে পেয়েছেন, তাঁদের মধ্যে একজনকে খেলাবেন, একজনকে বেঞ্চে রাখবেন এবং অপরজনকে বিক্রি করে দিবেন, সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেবেন?’ উত্তরে ভন বলেন, ‘আমি নিঃসন্দেহে ধোনিকে খেলাতাম। অবশ্যই তিনি আমার দলের অধিনায়ক হতেন। আমার মনে হয়না তাঁর থেকে ভালো এই মুহূর্তে কেউ আছে’। উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনি আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড অর্জন করেছেন। তিনি ২৬৪টি ম্যাচ খেলেছেন। এছাড়াও 🌸উইকেট কিপার হিসেবে সর্বাধিক আউট করার রেকর্ড তাঁর দখল꧑ে।
মাইকেল ভন তারপর বলেন, ‘আমি কোহলিকে বিক্রি করে দিতে চাইব, কারণ তিনি একবারও আইপিএল জেতেন নিই। রোহিত ৬ বার আইপিএল জিতেছে, ধোনি ৫ বার। রোহিতকে আমি সাবস্টিটিউট হিসেবে রাখতে পছন্দ করব। কোহলিকে অনেকদামে বিক্রি করে আমার দলেরই লাভ হবে’। বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার যে ২০০৮ থেকে একটি মাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলে এসেছেন, কিন্তু এখনও পর্যন্ত একবারও ট্রফি জিততে পারেননি। একাধিকবার আইপিএল ট্রফির সামনে গিয়েও জেতা হয়নি বিরাটের। ২০০৮ থেকে এখনও পর্যন্ত ২৫২টি ম্যাচ খেলেছেন তিনি। ৮০০৪ রান করেছেন, গড় ৩৮.৭। অন্যদিকে মাইকেল ভনের সঙ্গে সহমত পোষণ করেন গিলক্রিস𝓀্ট। তিনি বলেন, ‘তিনজন খুবই ভালো প্লেয়ার। এভাবে বেছে𝓡 নেওয়াটা খুবই কঠিন কাজ’।
প্রসঙ্গত, এর আগেও মাইকেল ভন বিরাট কোহলির সমালোচনা করেছিলেন। টেস্টে জো রুটের সেঞ্চুরির পর তিনি বলেছিলেন ‘বিরাট জো রুটের ধারে কাছে নেই’। বিরাট এবং রুটের টেস্টের একেবারে পরিসংখ্যান তুলে ধরেছিলেন তিনি। তবে বিগত কয়েকটি টেস্টে বিরাটের ব্যাট সেইভাবে চলেনি ঠিকই। দীর্ঘদিন পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট🦩 সিরিজে খেলতে দেখা যায় বিরাটকে। তবে প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হন তিনি। প্রথম ইন꧂িংসে ৬ বলে ৬ রান করে হাসান মাহমুদের বলে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হন। যদিও পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় তিনি আউট ছিলেন না। কিন্তু রিভিউ না নেওয়ায় তাঁকে প্যাভিলিয়নেই ফিরতে হয়েছিল।