শুভব্রত মুখার্জি:- আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। ২০টি দেশকে নিয꧂়ে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ তাদের জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবার সেই পথে হেঁটেই টি-২০ বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করল আমেরিকা যুক্তরাষ্ট্রও।ꦦ
ঘটনাচক্রে দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। শুক্রবারই তাদের স্কোয়াড ঘোষণা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। নিজেদের দেশে খেলা হওয়ার ফলে তাদের উপর এবಞার বাড়তি চাপ থাকবেই। চাপ থাকবে ভালো পারফরম্যান্সের। আর সেই প্রত্যাশা পূরণ করার লক্ষ্যেই তাদের স্কোয়াড বাছা 🍸হয়েছে বলে জানানো হয়েছে আমেরিকা ক্রিকেট বোর্ডের তরফে।
তবে কোরি অ্যান্ডারসন বিশ্বকাপের দলে জায়গা পেলেও প্রাক্তন ভারতীয় তারকা ক্ওরিকেটার তথা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদের জায়গা হয়নি দলে। ভারতীয় ক্রিকেট থেকে অবসর ন🧜িয়ে, অনুমতিপত্র নিয়েই আমেরিকার হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন উন্মুক্ত। তবে আপাতত তাঁর সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে মোনাঙ্ক প্যাটেলকে।
উল্লেখ্য ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় নিউজিল্যান্ড দল। সেবার ফাইনালে যদিও তাদের হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কোরি অ্যান্ডারসন। ত♚িনিই এবার বিশ্বকাপে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন।
এই বিশ্বকাপে এ-গ্রুপে রয়েছে আয়োজক আমেরিকা। ভারত-পাকিস্তানের মতন শক্তিশালী দলের সঙ্গে এক গ্রুপে রয়েছে তারা। বিশ্বকাপের আমেরিকার অধিনায়ক তথ♉া কিপার ব্যাটার মোনাঙ্ক প্যাটেলের সহ-অধিনায়ক করা হয়েছে অ্যারন জোন্সকে। তারকা পেসার কানাডা সিরিজে না খেললেও বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন।
দলে ফিরেছেন পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটার সায়ন জাহাঙ্গীর। পাশাপাশি দল থেকে বাদ পড়েছেন গজানন্দ সিং, উসমান রফিক। যদিও গজানন্দকে রিজার্ভে রাখা হয়েছে। পাশাপাশি রিজার্ভে রয়েছেন জুয়ানয় ড্রাইসডেল এবং ইয়াসির মহম্মদ। পাশাপাশি এক সময়ের ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা সৌরভ নেত্রালভাকর রয়েছেন আমেরিকার স্কোয়া🎶ডে। ১ জুন বিশ্বকাপের সফর শুরু হবে আমেরিকার। ডালাসে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ কানাডা। ১২ জুন ভারতের বিরুদ্ধে খেলবে আমেরিকা।