৩৭ বছরে পা দেওয়ার ঠিক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তারকা ব্যাটার ডেভিড মালান। দীর্ঘদিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটারের তকমা নিজের দখলে রেখেছিলেন ব্রিটিশ তারকা। যদিও অবসর ঘোষণার দিনে 🅺আইসিসি টি-২০ ব়্যাঙ্ღকিংয়ে তাঁর অবস্থান ২৭ নম্বরে।
২০১৭ সালের ২৬ জুন কার্ডিফে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্র✃িকেটে হাতেখড়ি হয় মালানের। তিনি শেষবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন ২০২৩-এর ৫ সেপ্টেম্বর নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
২০১৭ সালের ২৭ জুলাই ও🎀ভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় মালানের। তিনি শেষবার টেস্ট ক্রিকেটে মাঠে নামেন ২০২২ সালের ১৪-১৬ জানুয়ারি হবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
২০১৯ সালের ৩ মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের ওয়ান ডে জার্সি প্রথমবার গায়ে চাপান মালান। তিনি শেষবার ওয়ান ডে খেলেন ২০২৩ সাল𝔍ের ১১ নভেম্বর ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে। সুতরাং, মালান প্রায় ১০ মাস ইংল্যান্ডের জাতীয় দলের বাইরে ছিলেন। তার পরেই তিনি আন্🌃তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।
ডেভিড মালান ইংল্যান্ডের সেই দু'জন ক্রিকেটারের মধ্যে একজন, তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটেই যাঁর স🌄েঞ্চুরি রয়েছে। মালান ছাড়া এই কৃতিত্ব রয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে ইংল্য়ান্ডের বর্তমান ক্যাপ্টেন জোস বাটলারের।
আন্তর্জাতিক ক্রিকেট 🥀থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে মাঠে নামবেন মালান। খেলবেন ইংল্য়ান্ডের ঘরোয়া ক্রিকেটও। জাতীয় দলে যো𒐪গ দেওয়ার বাধ্য বাধকতা না থাকায় ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর কদর বাড়তে পারে।
ডেভিড মালানের আন্তর্জাতিক কেরিয়ার
ডেভিড মালান ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট, ৩০টি ওয়ান ডে ও ৬২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন। টেস্টে ꦦ২৭.৫৩ গড়ে তিনি সংগ্রহ করেন ১০৭৪ রান। ওয়ান ডে ক্রিকেটে ৫৫.৭৬ গড়ে তাঁর সংগ্রহ সাকুল্যে ১৪৫০ রান। আন্তর্জাতিক টি♔-২০ ক্রিকেটে ৩৬.৩৮ গড়ে মালান সংগ্রহ করেন ১৮৯২ রান।
টেস্টে ১টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি করেন মালান। ওয়ান ডে ক্রিকেটে ৬টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি করেন ডেভিড। অর্থাৎ, তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮টি সেঞ্চুরি ও ৩২টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। তাছাড়া টেস্টে ২টি এবং🦩 ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি করে উইকেট রয়েছে মালানের।